Bhindi Water in Blood Sugar: পালাবে ব্লাড সুগার, কোলেস্টেরল, বাড়তি মেদ! শুধু ঢেঁড়শ ভেজানো জল এভাবে খান দিনের এই সময়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bhindi Water in Cholesterol: নামে ঢেঁড়শ হলেও এই সবজি প্রচুর কাজের। গরমে প্রচুর ব্যবহৃত এই সবজির ওষধি গুণ কোনওভাবেই এড়িয়ে যেতে পারবেন না।
advertisement
1/10

নামে ঢেঁড়শ হলেও এই সবজি প্রচুর কাজের। গরমে প্রচুর ব্যবহৃত এই সবজির ওষধি গুণ কোনওভাবেই এড়িয়ে যেতে পারবেন না। বলছেন পুষ্টিবিদ বিধি চাওলা।
advertisement
2/10
ঢেঁড়শের টুকরো রাতভর ভিজিয়ে রাখুন জলে। সকালে খালি পেটে ওই জল ছেঁকে নিয়ে খান। সার্বিকভাবে মেটাবলিজম বাড়িয়ে তোলে এই পানীয়। ইচ্ছে হলে মেশাতে পারেন লেবুর রস।
advertisement
3/10
ঢেঁড়শে ভিটামিন এ, সি এবং কে প্রচুর পরিমাণে আছে। আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। সার্বিক স্বাস্থ্য ভাল থাকে এর গুণে।
advertisement
4/10
ঢেঁড়শে প্রচুর ফাইবার আছে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়। রক্তে শর্করা শোষিত হয় না।
advertisement
5/10
হজমের সমস্যা কমিয়ে পেটের স্বাস্থ্য ভাল রাখে ঢেঁড়শ।
advertisement
6/10
ঢেঁড়শে প্রচুর ফাইবার এবং কম ক্যালোরি আছে। তাই অনেক ক্ষণ পেট ভর্তি থাকে। ঘন ঘন খিদে পায় না। নিয়ন্ত্রণে থাকে ওজন।
advertisement
7/10
ভিটামিন সি-সহ অন্য অ্যান্টিঅক্সিড্যান্ট বাড়িয়ে তোলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি।
advertisement
8/10
ঢেঁড়শের দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ করে। পেটের স্বাস্থ্য ভাল থাকে।
advertisement
9/10
এই ফাইবার নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরলও। দূরে রাখে বহু জটিল অসুখ।
advertisement
10/10
গরমে শরীর হাইড্রেটেড রাখে ঢেঁড়শ। জলশূন্যতার সমস্যা রোধ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bhindi Water in Blood Sugar: পালাবে ব্লাড সুগার, কোলেস্টেরল, বাড়তি মেদ! শুধু ঢেঁড়শ ভেজানো জল এভাবে খান দিনের এই সময়ে