Betel Leaves (Paan) to cause Cancer: বেশি পান খেলে কি মুখে ‘ক্যানসার’ হয়? আর কী কী জটিল রোগ ডেকে আনে সর্বনেশে জর্দাপান ও সুপুরি? জানুন ভয়ঙ্কর ক্ষতি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Betel Leaves (Paan) to cause Cancer: প্রত্যেক জিনিসের মতো পানপাতারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ রোজ মুঠো মুঠো পান খেলে বাড়বে বিপদ৷
advertisement
1/8

পান-সুপারি হল বঙ্গজীবনের অঙ্গ৷ বাঙালি বাড়িতে নিত্যদিনের অবসর হোক বা কোনও শুভ অনুষ্ঠান-পান সুপুরিকে খুবই শুভ বলে মনে করা হয়৷
advertisement
2/8
পানপাতার উপকারিতার কথা বলে শেষ করা যায় না৷ হজমের সমস্যা দূর করার পাশাপাশি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে পানের রস৷
advertisement
3/8
কিন্তু প্রত্যেক জিনিসের মতো পানপাতারও পার্শ্ব প্রতিক্রিয়া আছে৷ রোজ মুঠো মুঠো পান খেলে বাড়বে বিপদ৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
4/8
বেশি পরিমাণে পান খেলে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা হতে পারে।
advertisement
5/8
সাধারণ পান উপকারী, তবে তামাক ও চুন মিশিয়ে খেলে শারীরিক ক্ষতি হতে পারে। তামাকের কুপ্রভাবে বাড়ে ওরাল ক্যানসারের আশঙ্কা৷ বেশি পান খেলে দাঁত ও মাড়ির ক্ষতিও হতে পারে৷
advertisement
6/8
আপনি যদি ক্রনিক রোগের জন্য ইতিমধ্যেই কোনও ওষুধ গ্রহণ করে থাকেন, তাহলে পান খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
7/8
পান বেশি খেলে অতিরিক্ত ঘাম হওয়ার প্রবণতা দেখা দেয়৷ অনেকের জিভে স্বাদকোরক ক্ষতিগ্রস্ত হয়৷ আবার মুখগহ্বরে লালাক্ষরণও বেশি হতে পারে৷
advertisement
8/8
পান সুপুরি থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকলে পান খাওয়া এড়িয়ে চলতে হবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Betel Leaves (Paan) to cause Cancer: বেশি পান খেলে কি মুখে ‘ক্যানসার’ হয়? আর কী কী জটিল রোগ ডেকে আনে সর্বনেশে জর্দাপান ও সুপুরি? জানুন ভয়ঙ্কর ক্ষতি