Healthy Lifestyle: বাড়বে যৌন ক্ষমতা! এই পাতার রস খুবই উপকারী, পাওয়া যায় সহজেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Betel Leaves Benefits: এই প্রতিবেদনে তেমনই একটি ঘরোয়া টোটকা বা আয়ূর্বেদ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যা আপনার কামশক্তি অনেকটাই বাড়িয়ে দিতে সাহায্য করতে পারে।
advertisement
1/7

স্ত্রী বা সঙ্গীর সঙ্গে মিলনে অনীহা বা যৌন জীবনে চাহিদা কম? দীর্ঘ সময় মিলনে অনীহা? এই সমস্যা বর্তমানে অনেকর মধ্যেই দেখা যায়।
advertisement
2/7
এই সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই বহু টাকার ওষুধ খেয়ে থাকেন বা ঘরোয়া টোটকার ব্যবহার করে থাকেন। তারপরও অনেকের সমস্যা থেকেই যায়।
advertisement
3/7
এই প্রতিবেদনে তেমনই একটি ঘরোয়া টোটকা বা আয়ূর্বেদ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যা আপনার কামশক্তি অনেকটাই বাড়িয়ে দিতে সাহায্য করতে পারে।
advertisement
4/7
ভাল আতিথেয়তার সমাপ্তি হিসাবে পান আজও অতুলনীয়। একদিকে হজম, কোষ্ঠকাঠিন্য সহ নানা সমস্যায় খুব উপকারী পান পাতার রস, ঠিক তেমনই কামশক্তি বৃদ্ধিতেও এর গুণ রয়েছে।
advertisement
5/7
পান পাতার রস কামশক্তি বাড়ায়। অর্থাৎ যৌন জীবনের প্রতি আগ্রহ কমে গেলে পান খাওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে। এই প্রতিকারগুলি দীর্ঘদিন ধরে অনুসরণ করা হচ্ছে।
advertisement
6/7
এটি একটি পুরনো প্রথা তবে কার্যকর। পানের রস যৌন শক্তি বৃদ্ধি করে। আগেকার দিনে নববিবাহিতরা বেশি বেশি পান খেতেন। কিংবা বিয়ের রাতে নব দম্পতিকে পান দেওয়া হত এই কারণেই।
advertisement
7/7
Disclaimer: তবে এটি একটি ঘরোয়া টোটকা মাত্র। সমস্যা গুরুতর হল বা দীর্ঘ দিন ধরে মিলনে অনীহা অথবা অক্ষমতা থাকলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে সঠিক চিকিৎসা করান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthy Lifestyle: বাড়বে যৌন ক্ষমতা! এই পাতার রস খুবই উপকারী, পাওয়া যায় সহজেই