TRENDING:

Best Meat shop in Kolkata: খাসির মাংস ছিবড়ে, স্বাদ নেই? কিনে দেখুন এই দোকানগুলি থেকে, মুখে লেগে থাকবে

Last Updated:
কথায় বলে, কলকাতায় খুঁজলে নাকি বাঘের দুধও পাওয়া যায়। কিন্তু ভাল খাসির মাংসের দোকানের সন্ধান পাওয়া ভার। তবে কয়েকটি দোকানের কথা বলা যায়, যেখান থেকে চোখ বন্ধ করে খাসির মাংস কিনতে পারেন। জেনে নিন সেই সব ঠিকানা।
advertisement
1/9
খাসির মাংস ছিবড়ে, স্বাদ নেই? কিনে দেখুন এই দোকানগুলি থেকে, মুখে লেগে থাকবে
দেশি খাসি পাওয়া মুশকিল হওয়ায় আজকাল রেওয়াজি খাসির চাহিদা বেড়েছে। কচি পাঁঠা মেলে না সব সময়, তাও বাঙালির খাসি প্রেম চিরন্তন।
advertisement
2/9
কথায় বলে, কলকাতায় খুঁজলে বাঘের দুধও পাওয়া যায়। কিন্তু ভাল খাসির মাংসের দোকানের সন্ধান পাওয়া ভার। তবে কয়েকটি দোকানের কথা বলা যায়, যেখান থেকে চোখ বন্ধ করে খাসির মাংস কিনতে পারেন।
advertisement
3/9
কলেজ স্ট্রিটে গোপাল পাঁঠার দোকান। দোকানের নাম অবশ্য 'বাঙালির পাঁঠার মাংসের দোকান'। গোপাল মুখোপাধ্যায় এই দোকান প্রতিষ্ঠা করেছিলেন।
advertisement
4/9
কোহিনুর মিট শপ: বেকবাগানে পার্ক সার্কাস মার্কেটের পাশেই রয়েছে এই দোকান। অনেকেই মনে করেন, এই দোকানে পাওয়া মাংস অসম্ভব সুস্বাদু।
advertisement
5/9
রহমনিয়া মিট শপ: খিদিরপুরের শাহি আস্তাবল এলাকার দোকানটি কয়েক বছরে বিশাল জনপ্রিয় হয়েছে। এই দোকান থেকে পাইকারি মাংসও সরবরাহ করা হয়।
advertisement
6/9
হাজি সাহেবের মিট শপ: গড়িয়া এলাকার এই খাসির মাংসের দোকানও নামকরা। পরিষ্কার পরিচ্ছন্ন মাংস কেনার জন্য এই দোকানে রবিবার সকালে ক্রেতাদের লম্বা লাইন পড়ে যায়।
advertisement
7/9
আমিন মিট শপ: এই দোকান পিকনিক গার্ডেনে। দেশি ও রেওয়াজি খাসির জন্য অত্যন্ত জনপ্রিয় এই দোকান। রবিবার ছাড়াও সপ্তাহের অন্য দিনেও ভিড় উপচে পড়ে এই দোকানে।
advertisement
8/9
বেলগাছিয়া মিট শপ: বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে ক্ষুদিরাম বসু সরণিতে এই দোকান। উৎসবের মরশুমে বিশেষ ছাড় পাওয়া যায় খাসির মাংসে। তাই ভিড় ভালই হয়।
advertisement
9/9
নূর মিট শপ: গড়িয়ার আরও এক জনপ্রিয় খাসির মাংসের দোকান এটি। গড়িয়া মেট্রোর কাছে নূর রেওয়াজি মাটনের দোকান। গড়িয়া থেকে বাঁশদ্রোনি এলাকার প্রচুর ক্রেতা ভিড় করেন এই দোকানে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Best Meat shop in Kolkata: খাসির মাংস ছিবড়ে, স্বাদ নেই? কিনে দেখুন এই দোকানগুলি থেকে, মুখে লেগে থাকবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল