Best Food for Winter: বাড়িতেই অনাদরে বেড়ে ওঠা, বহু স্বাস্থ্য গুণে ভরপুর! শীতে এই ‘শাক’ করবে বাজিমাত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Best Food for Winter: আজকাল মোটামুটি সারা বছরই পাওয়া যায় বেতো শাক। এ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন মতো গুরুত্বপূর্ণ উপাদান।
advertisement
1/6

বাড়ির পাশেই বা পুকুর পাড়ে পথের ধারের জমিতে অযত্নেই গজিয়ে ওঠে এই বেতো শাক। গাছের পাতা অনেকটা তুলসী পাতার মতো, ছোট, কিন্তু পাতাগুলোর ধার বেশ ঢেউ খেলানো।
advertisement
2/6
মূলত শীতকালেই পাওয়া যায় এই শাক। তবে আজকাল মোটামুটি সারা বছরই পাওয়া যায় বেতো শাক। এ শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, জিংকের মতো গুরুত্বপূর্ণ উপাদান।
advertisement
3/6
১) শরীরের কোনও অংশ পুড়ে গেলে বা ফোসকা পড়লে ওই অংশে বেতো শাক বেটে আলতো করে মাখিয়ে দিলে, ত্বকের জ্বালা ভাব দ্রুত কমে যাবে।
advertisement
4/6
২) মুখে ঘা হলে বেতো শাক চিবিয়ে খেতে পারলে বা হালকা করে রান্না করে খেলে ঘা চটজলদি সেরে যাবে।
advertisement
5/6
৩) প্রস্রাবের সময় কি জ্বালা করে? তাহলে বেতো শাক বেটে তার সঙ্গে ২ চামচ জিরার গুঁড়ো, ২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে দিনে অন্তত দু’বার সেই শরবত খেলে এই সমস্যা কেটে যাবে।
advertisement
6/6
৪) কিডনিতে পাথর হলে প্রতিদিন ১ কাপ বেতো শাক রস খেতে পারলে উপকার পাওয়া যায়। পিত্ত, লিভারের সমস্যা বা মলাশয়ের সমস্যা দূর করতে বেতো শাক খুবই উপকারী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Best Food for Winter: বাড়িতেই অনাদরে বেড়ে ওঠা, বহু স্বাস্থ্য গুণে ভরপুর! শীতে এই ‘শাক’ করবে বাজিমাত