TRENDING:

Best Face Moisturizer: মুখে যে কোন ক্রিম মাখব! শীতের শুষ্কতায় কোন ত্বকের জন্য কোন ক্রিম বেস্ট? রইল বিউটিশিয়ানের টিপস

Last Updated:
Best Face Moisturizer in Winter for Skin: ত্বক নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলেন বছরভর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। তবে, শীতের মরসুমে এর প্রয়োজন হয় আরও বেশি।
advertisement
1/10
মুখে যে কোন ক্রিম মাখব! শীতের শুষ্কতায় কোন ত্বকে কোন ক্রিম বেস্ট? রইল টিপস
ঠাণ্ডা বাড়লে শরীরেও সেই প্রভাব পড়ে। নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে জল পড়া, শ্বাস নিতে সমস্যা, হাঁচি-কাশি এসব লেগেই থাকে।
advertisement
2/10
এছাড়াও ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বক প্রাণহীন হয়ে যাওয়া, হাজার তেল লাগালেও সাদা চামড়া ওঠা এসব একমাত্র শীতকালেই হয়ে থাকে। শীতে তাই বেশি করে ক্রিম, লোশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
advertisement
3/10
ত্বক নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা বলেন বছরভর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। তবে, শীতের মরসুমে এর প্রয়োজন হয় আরও বেশি।
advertisement
4/10
শীতের দিন মানেই সব বাড়িতে গ্লিসারিন থাকবেই। গ্লিসারিনের মধ্যে প্রাকৃতিক ভাবেই প্রচুর ময়েশ্চারাইজার থাকে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে গ্লিসারিনের জুড়ি মেলা ভার। গ্লিসারিন সাবান তো ব্যবহার করেন তবে শীতে যে ক্রিমই ব্যবহার করুন না কেন তার মধ্যে যাতে গ্লিসারিন থাকে তা অবশ্যই একবার দেখে নেবেন।
advertisement
5/10
শীতের মরসুমে ত্বক মসৃণ এবং কোমল রাখতে ময়েশ্চারাইজার মাখতেই হবে। কিন্তু ত্বকের ধরন অনুযায়ী কোনটি ভাল, বুঝবেন কী করে?
advertisement
6/10
বিউটি এক্সপার্ট সঙ্গীতা নারুলার দাবি, শুষ্ক ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য একটু ঘন, ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ভাল। তবে তাতে ভিটামিন সি, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফসফোলিপিড জাতীয় উপাদান থাকলে ভাল হবে।
advertisement
7/10
তৈলাক্ত ত্বক উপর থেকে তেলতেলে হলেও, ত্বকের নীচের অংশে আর্দ্রতার অভাব হয়। এই ধরনের ত্বকের জন্য উপযোগী হল লোশন বা হাইড্রেটিং জেল। ভিটামিন সি, সেরামাইড রয়েছে এমন ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন।
advertisement
8/10
স্পর্শকাতর ত্বকের জন্য অ্যালোভেরা, ক্যামোমাইল রয়েছে এমন ময়েশ্চারাইজার সবচেয়ে কার্যকর হবে।
advertisement
9/10
কারও কারও ত্বক আবার মিশ্রও হয়। নাক এবং কপালের অংশ তৈলাক্ত এবং বাকি মুখ শুষ্ক। এই ধরনের ত্বকের জন্য হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এমন ময়েশ্চারাইজার বেছে নিন।
advertisement
10/10
প্রয়োজনে বিউটিশিয়ানের টিপস নিয়ে নিজের জন্য ভাল ক্রিম বেছে নিন, বিশেষ করে শীতের শুষ্কতা শুরুর আগে থেকেই ত্বকের যত্ন নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Best Face Moisturizer: মুখে যে কোন ক্রিম মাখব! শীতের শুষ্কতায় কোন ত্বকের জন্য কোন ক্রিম বেস্ট? রইল বিউটিশিয়ানের টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল