TRENDING:

Chai: দামেই বিচার হবে না, ভুল চা পাতা কিনে ঠকার দিন শেষ! বেছে নিন এভাবে, রইল হদিশ

Last Updated:
Darjeeling News: পছন্দের চা পাতা কিনতে হলে আগে টেস্ট করুন তারপর কিনুন! দার্জিলিংয়ের এই দোকান জেনে রাখুন
advertisement
1/6
দামেই বিচার হবে না, ভুল চা পাতা কিনে ঠকার দিন শেষ! বেছে নিন এভাবে, রইল হদিশ
দার্জিলিঙে ঘুরতে এসে পছন্দের চা খাওয়ার জন্যে পাহাড়ের কোলে উৎপাদিত চা পাতা কিনবেন ভাবছেন তাহলে আগে পান করে দেখুন তারপর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিজের পছন্দের চা পাতা কিনুন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। (সুজয় ঘোষ)
advertisement
2/6
দার্জিলিংয়ের চৌরাস্তায় রয়েছে এমনই এক চায়ের দোকান, যেখানে গেলে সবার প্রথমে আপনার পছন্দের কথা জানালেই চা বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের চা পাতা দিয়ে চা বানিয়ে আপনাকে খাওয়াবে এরপর আপনি নিজের পছন্দের চা পাতা বেছে নিতে পারেন। এখানে এলেই যে আপনাকে চা পাতা কিনতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই।
advertisement
3/6
উত্তরবঙ্গ মানেই পাহাড় চা বাগান থেকে শুরু করে ডুয়ার্সের সেই মনমুগ্ধ করা জঙ্গল। শহরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে একঘেয়েমি জীবন ছেড়ে ছুটি পেলেই উত্তরবঙ্গের পাহাড়ে ঘেরা শান্ত শীতল পরিবেশে সময় কাটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রচুর পর্যটক। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে দার্জিলিং এর পাহাড় ঘেরা চা বাগান যেন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়ে এসে সকলেই এমন ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চায়ের আনন্দ উপভোগ করতে মরিয়া হয়ে ওঠে ।
advertisement
4/6
এ প্রসঙ্গে দার্জিলিং চৌরাস্তার এক চা ব্যবসায়ী বলেন চৌরাস্তার উপরে অবস্থিত এই ময়ূখ স্টোরে এলে দার্জিলিং পাহাড়ে উৎপন্ন বিভিন্ন বাগানের চা পাতা এখানে পাবেন তার ওপর পর্যটকদের চা না খাইয়ে তারা চা পাতা বিক্রি করেন না। চা বিশেষজ্ঞরা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন চা পাতা দেখাবে এবং প্রয়োজনে আপনি খেয়ে যাচাই করে তারপরেই কিনতে পারবেন তার জন্য দিতে হবে না কোন অতিরিক্ত টাকা।
advertisement
5/6
উত্তরবঙ্গের পর্যটনে অন্যতম আয়ের দিশারী হল চা শিল্প, এখানকার চা পাতা যেমন দেশে-বিদেশে রপ্তানি হয় তেমনি এখানে ঘুরতে আসা প্রচুর পর্যটক ঘোরার শেষে বাড়ির জন্য চা পাতা কিনে নিয়ে যায়। সে অর্থে অনেকেরই মনেই প্রশ্ন থাকে লিকার চা হোক বা লাল চা কোন চা খাওয়ার জন্য কোন চা পাতা ভাল?
advertisement
6/6
এবার আপনাদের মন থেকে সেই প্রশ্নটিকেই উড়িয়ে দিয়ে আগে আপনাদের চা খাইয়ে বিশেষজ্ঞরা সেই চায়ের সম্বন্ধে আপনাদের জানিয়ে আপনাদের পছন্দের চা পাতা আপনাদের দেবে।তবে আর দেরি কিসের শৈলশহর দার্জিলিংয়ে ঘুরতে এসে আপনারও যদি পছন্দের চা পাতা কেনার ইচ্ছে থাকে তাহলে এই চায়ের দোকান কোনভাবেই মিস করা যাবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Chai: দামেই বিচার হবে না, ভুল চা পাতা কিনে ঠকার দিন শেষ! বেছে নিন এভাবে, রইল হদিশ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল