Glowing skin to shinny hair tips: তুলতুলে গাল, চকচকে চুল! কয়েক ফোঁটা ভ্যানিলার কামাল...
- Published by:Pooja Basu
Last Updated:
Benefits of Vanilla: ভ্যানিলার নির্যাস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফেনোলিক যৌগ ভ্যানিলিন সমৃদ্ধ যা ত্বকের ক্ষতি রোধ করতে সহায়তা করে।
advertisement
1/8

*ভ্যানিলা মানেই যেন স্বাদকোরকে নিশ্চিত আরামের ছোঁওয়া। ভ্যানিলার নির্যাসের মিষ্টি, উষ্ণ সুবাস মনকেও শান্ত করে। কিন্তু অনেকেই জানেন না যে ত্বক এবং চুলের যত্নেও ভ্যানিলা লাগে। ভ্যানিলার নির্যাস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফেনোলিক যৌগ ভ্যানিলিন সমৃদ্ধ যা ত্বকের ক্ষতি রোধ করতে সহায়তা করে। এছাড়াও ভ্যানিলায় রয়েছে বিভিন্ন ভিটামিন, বিশেষ করে নিয়াসিন, থায়ামিন, রাইবোফ্লাভিন, ভিটামিন বি৬, এবং প্যান্টোথেনিক অ্যাসিড- যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে
advertisement
2/8
*ভ্যানিলার ইতিহাস-ভ্যানিলার কুঁড়ি অর্কিড বা ভ্যানিলা প্ল্যানিফোলিয়া থেকে এসেছে। এর জন্ম মেক্সিকোতে। মূলত কোকো জাতীয় পানীয়ের সঙ্গে ভ্যানিলা মিশিয়ে পান করা হত। পরে স্প্যানিশরা এটি ইউরোপে নিয়ে আসে। ভারতের কুর্গ অঞ্চলে ভ্যানিলা পাওয়া যায়।
advertisement
3/8
*ভ্যানিলার এসেনসিয়াল অয়েল একটি প্রসাধনী হিসাবে ব্যবহৃত হয়। এই তেল তৈরি করতে ভ্যানিলার বীজ ফারমেন্ট করা হয়। অ্যালকোহল ব্যবহার করে ভ্যানিলার শুঁটি থেকে ভ্যানিলার নির্যাস বের করে তার সঙ্গে জোজোবার মতো ক্যারিয়ার তেল মেশানো হয়।
advertisement
4/8
*ত্বক ও চুলের যত্নে ভ্যানিলা-শ্যাম্পু বা লোশনে কয়েক ফোঁটা ভ্যানিলা যোগ করলে সেটা ত্বক আর চুলের জন্য ভালো হয়। উদাহরণ হিসাবে বলা যায় যে যাঁরা ব্রনর সমস্যায় ভুগছেন তাঁরা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভ্যানিলা যোগ করতে পারেন তাঁদের অ্যাকনে-বিরোধী পণ্যে। ভ্যানিলা-মিশ্রিত পণ্য লাগালে ব্রনর ব্রেকআউট, লালভাব ও জ্বালা কম হয়।এছাড়া যেখানে যেখানে ব্রন হয়েছে সেখানে কয়েক ফোঁটা ভ্যানিলা থুপে দিতে হবে। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেললে ব্রন পরিষ্কার হবে।
advertisement
5/8
*যেহেতু ভ্যানিলা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সেহেতু এটি ত্বকের বলিরেখা কম করতে এবং ত্বক মসৃণ রাখতে সাহায্য করে। ভ্যানিলার ব্যবহার ত্বকের বয়স বেশ কিছু বছর পিছিয়ে দেয় অর্থাৎ বার্ধক্য আটকে দেয়।
advertisement
6/8
*তবে এক্ষেত্রে ভ্যানিলা ব্যবহার করতে হলে অন্য তেলের সাহায্য নিতে হবে। আরগান তেলের মতো হালকা তেলের সঙ্গে কয়েক ফোঁটা ভ্যানিলা মিশিয়ে ফেস অয়েল তৈরি করে নেওয়া যায়। এই তেল প্রতিদিন মাসাজ করার জন্য ব্যবহার করা যায়। প্রতিদিন এই তেল ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত ত্বকের মেরামতি হয় এবং ত্বকে লাবণ্য আসে। কেন না, ভ্যানিলায় রয়েছে বি-ভিটামিন যা ত্বক সুস্থ রাখে।
advertisement
7/8
*কীভাবে ব্যবহার করতে হবে: ৫ থেকে ৬ ফোঁটা ভ্য়ানিলা নিয়ে ব্রাউন সুগার বা চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে তাতে ২ ফোঁটা ভ্যানিলা এসেনসিয়াল অয়েল এবং লেবুর রস যোগ করতে হবে। এই পেস্ট মুখে লাগাতে হবে। কয়েক মিনিটের জন্য মাসাজ করে প্রথমে গরম জল দিয়ে ধুতে হবে, তার পরে ত্বককে টোন করতে ঠান্ডা জলের ঝাপটা দিতে হবে।
advertisement
8/8
*ভ্যানিলা শুষ্ক, রুক্ষ চুলকে নরম করতে সাহায্য করে। কীভাবে ব্যবহার করতে হবে: এক কাপ নারকেল দুধে ১৫ থেকে ২০ ফোঁটা ভ্যানিলা এসেনসিয়াল অয়েল মিশিয়ে চুল এবং স্ক্যাল্পে ১৫ মিনিটের জন্য মাসাজ করতে হবে। তার পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Glowing skin to shinny hair tips: তুলতুলে গাল, চকচকে চুল! কয়েক ফোঁটা ভ্যানিলার কামাল...