Benefits of Potato Peels: হাই ব্লাডপ্রেশার, কোলেস্টেরল কিছুতেই সারছে না? আপনার সমস্যার সমাধান লুকিয়ে আলুর খোসায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Potato Peels: স্বাদের পাশাপাশি আলুর খোসার গুণও কিন্তু প্রচুর। জেনে নিন আলুর খোসা ফেলে না দিয়ে কেন খাবেন
advertisement
1/7

খোসাসমেত আলুভাতে বেশি পরিচিত আলুচোখা নামে। আবার খোসাসমেত আলুর পুর অমৃতসম শিঙাড়ায় অথবা তরকারি হিসেবে কচুরির সঙ্গেও।
advertisement
2/7
স্বাদের পাশাপাশি আলুর খোসার গুণও কিন্তু প্রচুর। আলুর খোসার গুণাগুণ নিয়ে বলেছেন পুষ্টিবিদ এবং রন্ধন বিশেষজ্ঞ পেগি কোটসোপোলাস। জেনে নিন আলুর খোসা ফেলে না দিয়ে কেন খাবেন।
advertisement
3/7
আলুর খোসায় প্রচুর পরিমাণে আছে ফাইবার৷ ফলে ওজন কমানোর জন্য আলুর খোসা অত্যন্ত কার্যকর৷ ক্যালরি কম থাকায় আলুর খোসা যত খুশি খেলেও ওজন বাড়বে না৷
advertisement
4/7
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আলুর খোসা৷ তাছাড়া আলুর খোসায় ভিটামিন বি-৬ আছে প্রচুর পরিমাণে৷ ফলে মেটাবলিজমের হার বেড়ে যায় অনেকটাই৷ পাশাপাশি আলুতে আছে নায়াসিন বা বি-৩ এবং পটাশিয়াম৷
advertisement
5/7
ডায়েটরি ফাইবার প্রচুর পরিমাণে থাকার ফলে কোলেস্টেরল কমাতে কার্যকর আলুর খোসা৷ আলুর খোসায় পটাশিয়ামের উপস্থিতিতে হৃদরোগও নিয়ন্ত্রিত হয়৷
advertisement
6/7
ফ্ল্যাভোনয়েড আছে বলে আলুর খোসা সংক্রমণ এবং অন্যান্য অসুখ থেকেও রক্ষাকবচ তৈরি হয়৷ তাছাড়া আলুর খোসার ভিটামিন সি সর্দিকাশি থেকে আমাদের রক্ষা করে৷
advertisement
7/7
আলুর খোসায় থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন৷ এই উপাদানগুলির ফলে হাড়ের ঘনত্ব ও শক্তি মজবুত হয়৷ ফলে রেহাই পাওয়া যায় হাড়ের বিভিন্ন অসুখ থেকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Potato Peels: হাই ব্লাডপ্রেশার, কোলেস্টেরল কিছুতেই সারছে না? আপনার সমস্যার সমাধান লুকিয়ে আলুর খোসায়