Benefits of Marigold Flower: শুধু বাগান সাজানো নয়, খুশকি তাড়াতে গাঁদা ফুলের এই গুণ অব্যর্থ! জানলে জীবন বদলে যাবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Benefits of Marigold: গাঁদা ফুলের চা নিয়মিত পান করলে মুখের ব্রণ দূর হয়। ত্বক মসৃণ হয়।
advertisement
1/6

শুধু বাগান সাজানো নয়, গাঁদা ফুলের এই ৫ অদ্ভুত গুণ জানলে অবাক হবেন।
advertisement
2/6
গাঁদা ফুলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার কোষ বৃদ্বি প্রতিহত করতে সক্ষম।
advertisement
3/6
শরীরের কোথাও কেটে গেলে গাঁদার পাতা পিষে লাগালে রক্ত পড়া ও ক্ষত ভাল হয়।
advertisement
4/6
গাঁদা ফুলের চা নিয়মিত পান করলে মুখের ব্রণ দূর হয়। ত্বক মসৃন হয়, হজম শক্তি বাড়ায়, গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়।
advertisement
5/6
গাঁদা ফুল বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ১০/১৫ দিন লাগালে মাথার খুশকি দূর হয়, চুল কালো হয়।
advertisement
6/6
তাছাড়াও গাঁদা ফুলের সুগন্ধের জন্য এটি থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি তৈরি হয়। (রিপোর্টার-- নয়ন ঘোষ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Marigold Flower: শুধু বাগান সাজানো নয়, খুশকি তাড়াতে গাঁদা ফুলের এই গুণ অব্যর্থ! জানলে জীবন বদলে যাবে