TRENDING:

Benefits of Fitkari: রান্নাঘরে রাখুন এক টুকরো ফিটকারি, জীবন পাল্টে দেবে এই যৌগ লবণ, উপকারিতা শুনলে চোখ কপালে, এক নজরে

Last Updated:
Fitkari Benefits: আগেকার দিনে বেশির ভাগ বাঙালি তথা ভারতীয় বাড়িতেই ফিটকারি ব্যবহারের চল ছিল। তার কারণ, এর উপকারিতা অনেক। তার মধ্যে ৮টি তুলে ধরা হল।
advertisement
1/10
রান্নাঘরে রাখুন এক টুকরো ফিটকারি, জীবন পাল্টে দেবে এই যৌগলবণ, উপকারিতা চমকে দেবে
Benefits of Fitkari: ফিটকারি সোডিয়াম ও অ্যালুমিনিয়ামের একটি যৌগ লবণ। একপ্রকার অর্ধ স্বচ্ছ কাচের মতো কঠিন পদার্থ। ফিটকারির রাসায়নিক নাম পটাশ অ্যালাম। রান্নাঘরে এক টুকরো ফিটকারি রেখে দিলে তা কত কাজে দেবে জানেন?
advertisement
2/10
Benefits of Fitkari: আগেকার দিনে বেশির ভাগ বাঙালি তথা ভারতীয় বাড়িতেই ফিটকারি ব্যবহারের চল ছিল। তার কারণ, এর উপকারিতা অনেক। তার মধ্যে ৮টি তুলে ধরা হল।
advertisement
3/10
Benefits of Fitkari: জল পরিশুদ্ধ করতে- খাবার জলে এক টুকরো ফিটকারি ফেলে রাখুন। জলের মধ্যে ঘুরে বেড়ানো বিভিন্ন ক্ষতিকর কণা ধীরে ধীরে নীচে থিতিয়ে পড়ে যাবে। তারপর বাকি পরিষ্কার জল ছেঁকে খেয়ে ফেলুন।
advertisement
4/10
Benefits of Fitkari: বেকিং পাউডারের বিকল্প- এই পদ্ধতিটি সবসময়ে নিরাপদ না হলেও কেউ কেউ রুটি, পাঁউরুটি বা কেক বেকিংয়ের ব্যাটারে ফিটকারি গুঁড়ো মিশিয়ে দেন। তাতে ভাল বেক হয়।
advertisement
5/10
Benefits of Fitkari: গলা ব্যথা কমায়- আগেকার দিনে ফিটকারি গুঁড়োর সঙ্গে মধু এবং আদা মিশিয়ে খাওয়া হত। এই ঘরোয়া টোটকায় গলার ব্যথা সেরে যেত। অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য আছে বলে মনে করা হয়।
advertisement
6/10
Benefits of Fitkari: প্রাকৃতিক প্রিজারভেটিভ- আচারে ফিটকারি মেশালে অনেক দিন রেখে দিলেও তা নষ্ট হয়ে যায় না বলেই মনে করা হয়। আগে এভাবে অনেকে ঘরে আচারে বানাতেন।
advertisement
7/10
Benefits of Fitkari: গন্ধ দূর করে- ফ্রিজের ভিতরে এক টুকরো ফিটকারি রেখে দিলে সব্জি এবং খাবারের কারণে ফ্রিজে ভ্যাপসা, বোঁটকা গন্ধ তৈরি হয়, তা থেকে অনেকটা মুক্তি পাওয়া যেতে পারে।
advertisement
8/10
Benefits of Fitkari: ত্বকের পরিচর্যা- অল্প একটু গোলাপজলের মধ্যে ফিটকারির গুঁড়ো মিশিয়ে দিলে তা ত্বকে মাখলে অনেক উপকার পাওয়া যায়। ত্বকে ব্রণ তৈরি হলে তাও দূর করতে পারে।
advertisement
9/10
Benefits of Fitkari: ফুল তাজা রাখে- ফুলদানিতে কয়েক ফিটকারি গুঁড়ো ঢেলে দিলেই অনেক দিন পর্যন্ত ফুল তাজা রাখতে পারে। ফুলের রং নষ্ট হয়ে মুহ্যমান হয়ে পড়ে না খুব তাড়াতাড়ি।
advertisement
10/10
Benefits of Fitkari: রান্নাঘর পরিষ্কার রাখতে- খানিকটা জল গরম করে তাতে ফিটকারির টুকরো মিশিয়ে দিন। ৫-১০ মিনিট রেখে দিতে হবে। এবার ফিটকারি তুলে নিয়ে সেই জলে কাপড় চুবিয়ে সেটি দিয়ে রান্নঘরের তাক পরিষ্কার করুন। তুলনায় বেশি ভাল সাফাই করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Fitkari: রান্নাঘরে রাখুন এক টুকরো ফিটকারি, জীবন পাল্টে দেবে এই যৌগ লবণ, উপকারিতা শুনলে চোখ কপালে, এক নজরে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল