Hair Care Tips: মাথায় টাক পড়বে না! উল্টে গজাবে নতুন চুল! হেঁশেলের এই জিনিস কাজে লাগান, তাতেই ম্যাজিক
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Hair Care Tips: চুলের স্বাস্থ্য বজায় রাখার রহস্য হেঁশেলে আছে।মেথি দানা ভিজিয়ে পেস্ট তৈরি করুন এবং চুলে লাগান।
advertisement
1/5

মেথি বীজ চুলের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। চুল পড়া এবং খুশকির সমস্যায় ভুগে থাকলে এই ঘরোয়া প্রতিকারটি সহায়ক হতে পারে। মেথি বীজ চুলকে চকচকে, নরম এবং শক্তিশালী করতে সাহায্য করে। এটি চুল পড়াও রোধ করে।
advertisement
2/5
প্রথমে মেথির বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে এই দানাগুলো পিষে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগান। পেস্টটি চুলে কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য রেখে দিন। যাতে এটি সঠিকভাবে কাজ করতে পারে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
3/5
সপ্তাহে দু'বার নিয়মিত এই কাজটি করলে চুল পড়া বন্ধ হবে। এবং চুলের বৃদ্ধিও ঠিক থাকবে। মেথির পেস্ট কেবল চুলকে মজবুত করে না খুশকি থেকেও মুক্তি দেয়। এছাড়াও যদি চুল ধূসর হয়ে যায়, তাহলে সেটিও রোধ করে।
advertisement
4/5
মেথি এবং দইয়ের মিশ্রণও চুলের জন্য ভাল। এর জন্য দু'চামচ দইয়ে দু'চামচ মেথি দানার পেস্ট মিশিয়ে নিন। এখন এই মিশ্রণটি মাথায় ভাল ভাবে লাগান। এটি কমপক্ষে ৪০ থেকে ৪৫ মিনিট চুলে লাগিয়ে রাখুন, তারপর মাথা ধুয়ে ফেলুন। এটি শুধু চুলকে মজবুত করে নাষ চুলকে হাইড্রেটও করে এবং এতে উজ্জ্বলতা আনে।
advertisement
5/5
মেথি দানা চুল পড়া রোধ করে, বৃদ্ধি বাড়ায়, খুশকি দূর করে এবং চুলকে স্বাস্থ্যকর করে তোলে। এই ঘরোয়া টোটকা গ্রহণ করে চুলের স্বাস্থ্য উন্নতি করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: মাথায় টাক পড়বে না! উল্টে গজাবে নতুন চুল! হেঁশেলের এই জিনিস কাজে লাগান, তাতেই ম্যাজিক