TRENDING:

Benefits of betel nuts : যৌনক্ষমতায় ভাটার কারণে বিঘ্নিত দাম্পত্য? নিয়মিত খান সুপুরি

Last Updated:
পানের উপকরণ ছাড়াও ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে সুপুরির ব্যবহার আছে এর ওষধিগুণের জন্যেও৷(Benefits of betel nuts)
advertisement
1/6
যৌনক্ষমতায় ভাটার কারণে বিঘ্নিত দাম্পত্য? নিয়মিত খান সুপুরি
গিন্নিদের দুপুরের মজলিশী আড্ডা থেকে কর্তার নৈশাহারের পরবর্তী তৃপ্তি-বঙ্গজীবনের অঙ্গ পানসুপুরি৷ যে কোনও শুভ অনুষ্ঠানেও পানসুপুরির ভূমিকা গুরুত্বপূর্ণ৷ পানের উপকরণ ছাড়াও ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশে সুপুরির ব্যবহার আছে এর ওষধিগুণের জন্যেও৷(Benefits of betel nuts)
advertisement
2/6
অনেকেরই মুখগহ্বর শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়৷ সুপুরিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ৷ ফলে ওরাল হেল্থের বিভিন্ন সমস্যার সুরাহা হয়৷ দাঁত ও মাড়ির সুস্বাস্থ্য বজায় রেখে ক্যাভিটির সমস্যা দূর করে সুপুরি৷
advertisement
3/6
পানসুপুরি খাওয়ার ফলে কর্মশক্তি বৃদ্ধি পায়৷ মনের মধ্যে ভাল লাগার অনুভূতি আসে৷ তাছাড়া যৌনক্ষমতাও বৃদ্ধি পায় সুপুরির গুণে৷
advertisement
4/6
কাঁচা সুপুরি চিবিয়ে খেলে পরিপাক ক্রিয়ায় সুবিধে হয়৷ বহজমের সমস্যা দূর করে খিদে বৃদ্ধি করে সুপুরির গুণ৷ দূর হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা৷ ফলে পরিপাক সংক্রান্ত সমস্যা দূর হয়ে কেটে যায় অস্বস্তি৷
advertisement
5/6
কৃমি ও অন্যান্য পরজীবীকে শরীরে নাশ করে সুপুরির গুণ৷ ফলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্রিয়া বৃদ্ধি পায়৷ ফলে ডায়রিয়ার মতো সমস্যা কমে যায়৷ নিঃশ্বাসে দুর্গন্ধ ও বুকে সর্দি জমে থাকার সমস্যাও দূর হয় সুপুরির গুণে৷
advertisement
6/6
এক থেকে তিন গ্রাম সুপুরি এবং হলুদের সঙ্গে গুড় ও চিনি মিশিয়ে খেলে দূর হয় গা বমি বমি ভাব৷ পাশাপাশি, পান সুপুরি খেলে এবং নিমপাতা মেশানো জল ছেঁকে নেওয়ার পর পান করলে বমির সমস্যা কমে অনেকটাই৷ অনেকেই গাড়িতে বেশি দূরত্ব পাড়ি দিতে হলে এই টোটকা প্রয়োগ করেন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of betel nuts : যৌনক্ষমতায় ভাটার কারণে বিঘ্নিত দাম্পত্য? নিয়মিত খান সুপুরি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল