TRENDING:

Ice Benefits: এক কুচি বরফেই কামাল! ত্বক হয়ে উঠবে ঝকঝকে, অ্যাকনে, পিগমেন্টেশন মুহূর্তে গায়েব, জেনে নিন মোক্ষম কৌশলটি

Last Updated:
বরফ জলের শীতল তাপমাত্রা ত্বকের রক্তনালীকে সংকুচিত করে, যা বর্ধিত রন্ধ্রগুলিকে কমিয়ে দেয়৷ ফলে মুখে বার্ধক্যের ছাপ পড়ে না৷
advertisement
1/5
এক কুচি বরফেই কামাল! অ্যাকনে, পিগমেন্টেশন মুহূর্তে গায়েব, জেনে নিন মোক্ষম কৌশল
সোশ্যালমাধ্যমে রিলস দেখলেই নজরে পড়বে বলিউডে চেনা নায়িকাদের বরফঠান্ডা জলে মুখ ডুবিয়ে রাখার ভিডিও৷ এই রূপচর্চাকে বলা হয়স ‘থার্মাজেনসিস’৷ তবে এই ধারণা নতুন কিছু নয়৷ একাধিক সুবিধা পাওয়া যায় এই বরফ ঠান্ডা জলে৷ ডঃ মধু চোপড়া এই নিয়ে কথা বলেছেন
advertisement
2/5
বরফ জলের শীতল তাপমাত্রা ত্বকের রক্তনালীকে সংকুচিত করে, যা বর্ধিত রন্ধ্রগুলিকে কমিয়ে দেয়৷ ফলে মুখে বার্ধক্যের ছাপ পড়ে না৷
advertisement
3/5
এতে মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায়৷ ত্বক উজ্জ্বল হয়৷ মুখে লাল-লাল আভা বা জ্বালা জ্বালা ভাব কমে যায়৷ বরফ জনের সংস্পর্শে ত্বককে টানটান করে তোলে৷
advertisement
4/5
তবে এর উপকারিতা থাকলেও অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে ত্বকের ক্ষতি হতে পারে৷ সে ক্ষেত্রে অবশ্যই সচেতন হন৷
advertisement
5/5
ত্বকে সরাসরি বরফ না ঘষে, একটি সুতির কাপড়ে মুড়িয়ে তারপর ব্যবহার করুন৷ কয়েক মিনিটের বেশি কিন্তু একেবারেই ব্যবহার করবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ice Benefits: এক কুচি বরফেই কামাল! ত্বক হয়ে উঠবে ঝকঝকে, অ্যাকনে, পিগমেন্টেশন মুহূর্তে গায়েব, জেনে নিন মোক্ষম কৌশলটি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল