Beetroot Side Effects: ঘুরিয়ে দেয় কিডনি, ব্লাড প্রেশারের খেলা! ব্লাড সুগারেও ভোলবদল! বিটের ঘন লাল রস কাদের ঝাঁঝরা করে দেবে? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Beetroot Side Effects:স্যালাড, তরকারি, চপের পুর-সহ নানা রেসিপিতে খাওয়া যায় বিটরুট। উপকারিতার ভান্ডার হলেও কিছু ক্ষেত্রে একদমই খাওয়া যাবে না এটা
advertisement
1/7

এখন বছরভর বিট পাওয়া গেলেও শীতের মরশুমে এই সবজির স্বাদ সেরা। শীতের পরে বসন্তেও বাজারে পাবেন বিটরুট। স্বাদের পাশাপাশি গুণেরও শেষ নেই এই কন্দ সবজির।
advertisement
2/7
স্যালাড, তরকারি, চপের পুর-সহ নানা রেসিপিতে খাওয়া যায় বিটরুট। উপকারিতার ভান্ডার হলেও কিছু ক্ষেত্রে একদমই খাওয়া যাবে না এটা। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/7
বিটের গ্লাইসেমিক ইনডেক্স খুবই বেশি। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় চড়চড়িয়ে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একদমই খাওয়া যাবে না এটা।
advertisement
4/7
বিট থেকে অনেক সময়েই অ্যাসিডিটি হয়। যাঁদের গ্যাস অম্বল পেট ফাঁপা বা চোঁয়া ঢেকুরের ধাত আছে, তাঁরা এই সবজি থেকে দূরে থাকুন।
advertisement
5/7
ব্লাড প্রেশার বা রক্তচাপ কমিয়ে দেয় বিটের রস। যাঁদের লো প্রেশারের সমস্যা আছে, তাঁরা একদমই খাবেন না এই সবজি।
advertisement
6/7
বিটে প্রচুর পরিমাণে অক্সালেট আছে। এই উপাদান যদি শরীরে জমতে থাকে, তাহলে দুর্বল হয়ে পড়তে পারে কিডনি। দেখা দিতে পারে নানারকম রোগ ও জটিলতা। তাই কিডনির সমস্যা থাকলে এড়িয়ে চলুন এই সবজি।
advertisement
7/7
প্রেগন্যান্সিতে গ্যাস্ট্রিক সমস্যা বাড়াতে পারে এই সবজি। তাই গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এই সবজি খাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beetroot Side Effects: ঘুরিয়ে দেয় কিডনি, ব্লাড প্রেশারের খেলা! ব্লাড সুগারেও ভোলবদল! বিটের ঘন লাল রস কাদের ঝাঁঝরা করে দেবে? জানুন