TRENDING:

Beer: চোখের সামনে তৈরি হবে আম, গন্ধরাজ লেবু, তরমুজ ফ্লেভারের বিয়ার! খেতে হলে চলে আসুন এই ঠিকানায়

Last Updated:
Beer: নিজের পছন্দের ফলের বিয়ার পেয়ে যাবেন! তাও আবার আপনার চোখের সামনে তৈরি হবে! দাম খুব সস্তা, জানুন কোথায়
advertisement
1/5
চোখের সামনে তৈরি হবে আম, গন্ধরাজ লেবু, তরমুজ ফ্লেভারের বিয়ার! খেতে হলে চলে আসুন
এই তীব্র গরমে গলা ভেজাতে অনেকেরই প্রথম পছন্দ চিলড বিয়ার। তবে বিয়ারের সেই একই রকমের স্বাদ যদি আপনি বদলের সুযোগ পান, তাহলে কেমন হবে? যদি বিয়ারের স্বাদ হয় গন্ধরাজ লেবু বা তরমুজ ফ্লেভারের, তাহলে কেমন লাগবে আপনার?
advertisement
2/5
তাহলে দুর্গাপুরে আপনার জন্য রয়েছে বড় সুযোগ। যেখানে আপনি পেয়ে যাবেন ফ্রুট ফ্লেভারের চিলড বিয়ার। সেটাও আবার বানিয়ে দেওয়া হবে আপনার চোখের সামনে। অর্থাৎ বিয়ারের লাইভ কাউন্টার। দামও একেবারে সাধ্যের মধ্যেই রয়েছে।
advertisement
3/5
দুর্গাপুর সিটি সেন্টারে অবস্থিত হোটেল সিটি রেসিডেন্সিতে রয়েছে এ-৪৬ মাইক্রোব্রুয়ারি। সেখানেই রয়েছে বিয়ারের লাইভ কাউন্টার। আপাতত চার রকম ফ্লেভারের বিয়ার আপনি লাইভ কাউন্টারে পাবেন। গন্ধরাজ লেবু, তরমুজ, অরেঞ্জ এবং প্রিমিয়াম ল্যাগার, এই চার স্বাদের বিয়ার এখানে পাবেন।
advertisement
4/5
আবগারি দফতরের কাছে সবুজ সংকেত পাওয়ার পরে ব্যাঙ্গালোর, কলকাতার ধাঁচে দুর্গাপুরে শুরু হয়েছে লাইভ বিয়ার কাউন্টার। তীব্র হাঁসফাঁস করা এই গরমে শুরু থেকে দুর্গাপুরে সুপারহিট ফ্রুট ফ্লেভার চিলড বিয়ার। আগামী কয়েকদিনের মধ্যে এখানে ম্যাংগো ফ্লেভারের বিয়ারও আপনি পেয়ে যাবেন।
advertisement
5/5
শিল্পনগরী দুর্গাপুরের এই পানশালা গ্রাহকদের সামনে বিয়ার তৈরি করে দেওয়ার মধ্যে জন্য রাজ্যে অন্যতম। এখানে আপনি ৫০০ এমএল বিয়ার পেয়ে যাবেন ৩৫০ টাকা দামে। ১.৫ লিটারের দাম পড়বে এক হাজার টাকা। আর ১৯০০ টাকায় পেয়ে যাবেন ৩ লিটার বিয়ার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beer: চোখের সামনে তৈরি হবে আম, গন্ধরাজ লেবু, তরমুজ ফ্লেভারের বিয়ার! খেতে হলে চলে আসুন এই ঠিকানায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল