Beauty Tips: তুলতুলে, নরম, মোলায়েম...নিজেই প্রেমে পড়ে যাবেন! কাঁঠালি কলার ‘এই’ পেস্ট একবার জাস্ট গোড়ালিতে লাগিয়ে দেখুন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ফাটা গোড়ালির সমস্যা নিয়ে ভোগেন না, এমন খুব কমই বাঙালি মধ্যবিত্ত রয়েছেন৷ সমস্যাটা এমনই যে যতক্ষণ না খুব ব্যথা-বেদনা হচ্ছে, ফাটা গোড়ালির সমস্যাকে পাশে সরিয়েই রেখে দিই৷
advertisement
1/7

ফাটা গোড়ালির সমস্যা নিয়ে ভোগেন না, এমন খুব কমই বাঙালি মধ্যবিত্ত রয়েছেন৷ সমস্যাটা এমনই যে যতক্ষণ না খুব ব্যথা-বেদনা হচ্ছে, ফাটা গোড়ালির সমস্যাকে পাশে সরিয়েই রেখে দিই৷ কিন্তু, জানেন কি? এই গরম কালে বাড়ির সামান্য ৩টে উপাদান দিয়ে ফাটা গোড়ালির জন্য পেস্ট তৈরি করে লাগালে, সারা বছর এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন?
advertisement
2/7
ফাটা গোড়ালি ভাল রাখতে আমরা বাজার থেকে অনেক নামী দামি ব্র্যান্ডের মলম কিনে লাগিয়ে থাকি৷ কখনও সেটা কাজ করে কখনও করে না৷ কিন্তু, এমন কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যার মাধ্যমে ফাটা গোড়ালির সমস্যায় অনেকটাই আরাম পাওয়ার যায়৷
advertisement
3/7
ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পেতে পাকা কলার ব্যবহার অব্যর্থ হতে পারে। শুধু জানতে হবে এই পাকা কলা আপনি কী ভাবে ব্যবহার করবেন৷ ফাটা গোড়ালির জন্য পাকা কলা দিয়ে পেস্ট বানাতে আপনারদ লাগবে আর ২টি উপকরণ৷ যা আপনি বাড়িতেই পেয়ে যেতে পারেন৷
advertisement
4/7
এই পেস্টটি তৈরি করতে, প্রথমে আপনাকে পাকা কলা নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভাল করে পিষে নিতে হবে। মনে রাখবেন এই মিক্সারে একেবারেই যেন জল ব্যবহার করবেন না।
advertisement
5/7
এবার কলা থেকে তৈরি এই মিশ্রণে এক চামচ অ্যালোভেরা পাতার জেল ভাল করে মিশিয়ে নিন। তারপরে সেই মিশ্রণে দিন এক চামচ মধু৷ তারপর ভাল করে ফেটিয়ে নিন গোটা মিশ্রণটি৷ ১০ মিনিটের মধ্যেই এই ঘরোয়া পেস্ট তৈরি হয়ে যাবে।
advertisement
6/7
এরপর সাবান দিয়ে ভাল করে পা পরিষ্কার করে ধুয়ে কলার পেস্টটি গোড়ালিতে লাগান৷ তারপর ৩০ মিনিটের জন্য রেখে দিন। ৩০ মিনিট পরে, জল দিয়ে পা পরিষ্কার করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
advertisement
7/7
সপ্তাহে দুই থেকে তিনবার এই প্রতিকারটি ব্যবহার করে আপনি ফাটা গোড়ালি থেকে এক মাসের মধ্যেই মুক্তি পেতে পারেন। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips: তুলতুলে, নরম, মোলায়েম...নিজেই প্রেমে পড়ে যাবেন! কাঁঠালি কলার ‘এই’ পেস্ট একবার জাস্ট গোড়ালিতে লাগিয়ে দেখুন