Beauty Tips | Hair Wash With Cola: কোল্ড ড্রিংকস দিয়ে চুল ধুয়েছিলেন এই মহিলা, তারপর যা হল ভাবতে পারবেন না!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Beauty Tips | Hair Wash With Cola: কোলা দিয়ে চুল ধুলে কী হয়, এবং কোলা দিয়ে কি আদতেও চুল ধোওয়া উচিত তা নিয়েই প্রশ্ন রয়েছে।
advertisement
1/7

মাথাভর্তি এক ঢাল চুলের ইচ্ছে সকলেরই রয়েছে কম-বেশি। কিন্তু চুল উঠে যাওয়ার সমস্যা এখন ঘরে ঘরে। কিন্তু জানেন কি, কোল্ড ড্রিংকস বা কোলা জাতীয় পানীয় দিয়ে চুল ধুলে কী হতে পারে? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
চুলের গোছ ও উজ্জ্বলতা চলে যাওয়ার সমস্যা বহু মেয়েরই রয়েছে। বার বার চুলে রং করানো, হেয়ার স্পা না করানো, রোজকার শ্যাম্পু-কন্ডিশনারের প্রভাবে চুলের ঔজ্জ্বল্য কমে যায়।
advertisement
3/7
কিন্তু কোলা দিয়ে চুল ধুলে কী হয়, এবং কোলা দিয়ে কি আদতেও চুল ধোওয়া উচিত তা নিয়েই প্রশ্ন রয়েছে। ফ্রিজে রাখা কোলার বোতল নিয়ে একবার পরীক্ষা করে দেখতে পারেন আপনিও।
advertisement
4/7
তবে চুল ধোওয়ার পর কোল্ড ড্রিংকস আর পান করতে চাইবেন কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। কোলা নানা কাজে ব্যবহার করা যায়।
advertisement
5/7
অনেকেই চায়ের কেটলি থেকে চায়ের কড়া দাগ এমনকী শৌচালয় পরিষ্কারের কাজেও ব্যবহার করেন।
advertisement
6/7
চুলে চুইং গাম আটকে গেলে কোলা ঢেলেই তা খোলা হয়। শুধু তাই না, চুলে কোলা দিয়ে ধুলে চুলের নানা উপকারিতাও দেখা গিয়েছে। একটি গামলার মধ্যে কোলা ঢেলে তাতে চুল ডুবিয়ে রাখুন।
advertisement
7/7
কোলা দিয়ে চুল ধুলে চুলে জটও কম হয়। কোলায় থাকা অ্যাসিডের কারণে চুলের জট ছেড়ে যায়। কোলা দিয়ে ধোওয়ার পর জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। তবে আপনি এটি পরীক্ষা করবেন কি না, তার কোনও দায় নিউজ ১৮ বাংলা ডিজিটালের নয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips | Hair Wash With Cola: কোল্ড ড্রিংকস দিয়ে চুল ধুয়েছিলেন এই মহিলা, তারপর যা হল ভাবতে পারবেন না!