TRENDING:

Coffee In Skincare: শুধু সুস্বাদু পানীয়ই নয়, ত্বকের সমস্যাতেও দুর্দান্ত কাজে দেয় কফি, জানুন

Last Updated:
ত্বকের সুরক্ষায় এবং নানা সমস্যার সমাধানে দারুণ কাজ দেয় কফি। ডার্ক সার্কল থেকে অ্যাকনে, কফি কাজ করে জাদুর মতো (Coffee In Skincare)।
advertisement
1/5
শুধু সুস্বাদু পানীয়ই নয়, ত্বকের সমস্যাতেও দুর্দান্ত কাজে দেয় কফি, জানুন
বিশ্ব জুড়ে পানীয় হিসাবে কফির কদর আছে। কিন্তু ত্বকের যত্নেও যে কফি দারুণ কাজে দেয় সেটা জানতেন কি? কফিতে অ্যান্টি-অক্সিড্যান্ট আছে পরিপূর্ণ ভাবে। ত্বকের সুরক্ষায় এবং নানা সমস্যার সমাধানে দারুণ কাজ দেয় কফি। ডার্ক সার্কল থেকে অ্যাকনে, কফি কাজ করে জাদুর মতো।
advertisement
2/5
১) ডার্ক সার্কেল দূর করে কফির মধ্যে আছে ক্যাফেইন যা রক্তজালিকার মধ্যে রক্ত চলাচল দ্রুত করে এবং ডার্ক সার্কল দূর করে। এর মধ্যে যে ব্লিচিং উপাদান আছে সেটি ত্বকের কালচে ভাব দূর করে। এক টেবিল চামচ কফি, এক চা চামচ মধু আর কয়েক ফোঁটা ভিটামিন E অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
advertisement
3/5
২) অ্যাকনে দূর করে কফির মধ্যে রয়েছে সিজিএ বলে একটি উপাদান যা অ্যাকনে কম করে। তিন টেবিল চামচ কফি, দুই টেবিল চামচ ব্রাউন সুগার, তিন টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে প্রলেপ তৈরি করে মুখে লাগান। খেয়াল রাখতে হবে প্রলেপ যেন ঘন হয়। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
advertisement
4/5
৩) বয়স ধরে রাখে কফি মাস্ক রোদে পোড়া দাগ, বলিরেখা ইত্যাদি দূর করে। কফি পাউডার, কোকো পাউডার, দু' ফোঁটা মধু ও লেবুর রস এবং একটু দুধ দিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগাতে পারেন। কুড়ি মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এই প্রলেপ তৈরি করে তিন দিন মতো ফ্রিজেও রেখে দেওয়া যায়।
advertisement
5/5
৪) ত্বক উজ্জ্বল করে ১/৪ কাপ কফি এবং তিন টেবিল চামচ অ্যালো ভেরা জেল নিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি একটি স্ক্রাব হিসাবে মুখে এবং শরীরে ব্যবহার করা যায়। খুব হালকা ভাবে এই স্ক্রাব ঘষে মিনিট দশেক রাখার পর ধুয়ে ফেলতে হবে। হাল্কা করে স্ক্রাব করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, পরিণামে ত্বকের স্বাস্থ্য ফিরে আসবে ও ত্বক উজ্জ্বল হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Coffee In Skincare: শুধু সুস্বাদু পানীয়ই নয়, ত্বকের সমস্যাতেও দুর্দান্ত কাজে দেয় কফি, জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল