ত্বকে বয়সের ছাপ পড়তে দেবেন না ! রইল ঘরোয়া পদ্ধতিতে মুক্তির উপায়
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ত্বককে তাজা রাখতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা !
advertisement
1/4

বয়স তো হবেই। তাকে তো আর আটকানো যাবে না। কিন্তু মুখে বয়সের ছাপ পড়া আটকানো যেতেই পারে। তাও আপনার হাতের কাছের সামগ্রী দিয়েই। photo source collected
advertisement
2/4
শুষ্ক ত্বকের জন্য ডিমের কুসুমের সঙ্গে মধু, টকদই, আমন্ড অয়েল, মিশিয়ে সপ্তাহে ৩ দিন মুখে লাগান। এতে ত্বক হবে টানটান। photo source collected
advertisement
3/4
তৈলাক্ত ত্বকের জন্য গাজরের রস, মুসুর ডাল বাটা ও মধু-পেস্ট বানিয়ে সপ্তাহে ৩ দিন মুখে লাগান। photo source collected
advertisement
4/4
গাজর, মধু ও ডালে থাকা ভিটামিন এ ও সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের বলিরেখা দূর করে আপনাকে দেবে দাগ মুক্ত ত্বক। photo source collected