advertisement
1/5

গরম কালে মেকআপ মেইনটেইন করা বেশ কষ্টকর কাজ৷ গরমে ,ঘামে মেকআপ গলে যায়৷ তেল বসে যায় মুখে৷ সেজেগুজে বাড়ি থেকে বেরোলেও কিছুক্ষণ পরই ঘেমেনেয়ে মুখের অবস্থা কদাকার হয়৷ জেনে নিন কীভাবে গরমে মেকআপ ঠিকঠাক রাখবেন৷
advertisement
2/5
মেকআপ লাগানোর আগে ভাল কোনও প্রাইমার লাগান৷ প্রাইমার ত্বক হাইড্রেটেড রাখবে ও ঘাম হতে দেবে না৷
advertisement
3/5
লাইট ওয়েট অয়েল ফ্রি ফাউন্ডেশন লাগান প্রাইমারের ওপর৷ এতে গরম কম লাগবে৷ গরম কম লাগলে ঘাম কম হবে৷ মেকআপ গলে যাবে না৷
advertisement
4/5
মেকআপ ভাল ভাবে বসে থাকার জন্য মেকআপ স্প্রে দিয়ে সেট করে নেওয়া জরুরি৷ তাই ফাউন্ডেশন লাগানোর পর স্প্রে দিয়ে সেট করুন৷
advertisement
5/5
সবসময় ব্যাগে ব্লটিং পেপার রাখুন৷ যখনই মনে হবে টি-জোন তৈলাক্ত হয়ে যাচ্ছে ব্লটিং পেপোর দিয়ে মুছে নিন৷