TRENDING:

রাসায়নিক দেওয়া প্রসাধনী নয়, প্রকৃতির এই উপাদান গুলিতে রূপ থাকবে অমলিন!

Last Updated:
প্রাকৃতিক উপাদান হল সব দিক থেকে সুরক্ষিত। এগুলো ব্যবহার করলে ত্বক বা চুলের কোনও ক্ষতি হবে না।
advertisement
1/9
রাসায়নিক দেওয়া প্রসাধনী নয়, প্রকৃতির এই উপাদান গুলিতে রূপ থাকবে অমলিন!
বাজারে নানা রকমের প্রসাধনী রয়েছে। হাত বাড়ালেই মুঠোর মধ্যে চলে আসবে নিজেকে ঘষে-মেজে সুন্দর তৈরি করার উপায়। কিন্তু যে ক্রিম বা লোশন মুখে লাগানো হচ্ছে বা যে শ্যাম্পু দিয়ে চুল ধোয়া হচ্ছে সেগুলো আদৌ কতটা সুরক্ষিত? কোম্পানি যতই দাবি করুক এই প্রোডাক্ট ব্যবহারে কোনও ক্ষতি হবে না, এই সব বাজারচলতি প্রসাধনীতে থাকে নানা রকমের ক্ষতিকর রাসায়নিক। তাই এক কাঁড়ি টাকা খরচ না করে প্রকৃতির ভাণ্ডার থেকে বেছে নিন এমন কিছু উপাদান যা আপনাকে সুন্দর করে তুলবে কোনও ক্ষতি না করেই। প্রাকৃতিক উপাদান হল সব দিক থেকে সুরক্ষিত। এগুলো ব্যবহার করলে ত্বক বা চুলের কোনও ক্ষতি হবে না।
advertisement
2/9
১) নারকেল তেল চুল এবং ত্বক দু'য়ের জন্যই ভালো। এটি ত্বক ও চুলে আর্দ্রতা নিয়ে আসে।
advertisement
3/9
২) অ্যালো ভেরা বা ঘৃতকুমারী হল মুশকিল আসান ভেষজ। ত্বক শুষ্ক হলে অ্যালো ভেরা জেল সরাসরি ত্বকে লাগাতে পারেন।
advertisement
4/9
৩) গ্রিন টি ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। কারণ এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। চা হিসাবে পান করা যায় বা ত্বক ও চুলে মিশ্রণের মতো লাগানোও যায় এই গ্রিন টি।
advertisement
5/9
৪) ত্বকের সৌন্দর্য বা ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলতে যত রকমের ফেসপ্যাক আছে তার মধ্যে স বচেয়ে কাজে দেয় ওটমিল প্যাক। ওটমিল গুঁড়ো করে মুখে লাগান আর তফাত দেখুন।
advertisement
6/9
৫) প্রকৃতির ভাণ্ডার থেকে এক অমূল্য সম্পদ হল হলুদ। এটি এমন একটি প্রসাধনী যা শুধু সৌন্দর্য বিকশিত করে তা নয়, হলুদে আছে অ্যান্টিসেপটিক উপাদানও।
advertisement
7/9
৬) রোদে পুড়ে ত্বকের বেহাল দশা হয়েছে? চোখ বুজে ব্যবহার করা যায় শসা। এটি হল একটি প্রাকৃতিক কুলিং এজেন্ট।
advertisement
8/9
৭) আমলা বা আমলকিকে আয়ুর্বেদে বিশেষ সম্মান দেওয়া হয়েছে। কারণ এর গুণের শেষ নেই। এই ফলের রস পান করুন বা চুল ধুয়ে নিন। আমলার গুণে উজ্জ্বলতা সোনাকেও হার মানাবে।
advertisement
9/9
৮) লেবু হচ্ছে একটি ন্যাচারাল বা প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। মুখে প্রতি দিন কয়েক ফোঁটা লেবুর রস দিলে মুখের রোমশ ভাব কমে আসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রাসায়নিক দেওয়া প্রসাধনী নয়, প্রকৃতির এই উপাদান গুলিতে রূপ থাকবে অমলিন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল