TRENDING:

Oils for Skin and Hair: কখনও কখনও তেল দেওয়া দরকার! রূপটানে কোথায় কোনটা দেবেন জানুন...

Last Updated:
তেল দিয়ে ত্বক ও চুলের অনেক সমস্যা মেটানো যায়। জানুন, কোনটা দিয়ে কী হয় (Oils for Skin and Hair)।
advertisement
1/8
কখনও কখনও তেল দেওয়া দরকার! রূপটানে কোথায় কোনটা দেবেন জানুন...
শীতের সময় এমনিতেই ত্বক ও চুলের রুক্ষতা বাড়ে। চুল পড়ার পরিমাণও ভীষণ ভাবে বেড়ে যায় কারও কারও। অন্যদিকে, শুষ্ক ত্বকের সমস্যাও বাড়ে এই মরসুমে (Oils for Skin and Hair)। কিন্তু আকর্ষণীয় চেহারা ধরে রাখতে চুল থেকে পায়ের নখ-- সবেতেই সমান নজর দিতে হবে। এক্ষেত্রে বাজারচলতি নানা ধরনের প্রসাধন সামগ্রীর পাশাপাশি তেলে ভরসা রাখুন (Oils for Skin and Hair)। তেল দিয়ে ত্বক ও চুলের অনেক সমস্যা মেটানো যায়। জানুন, কোনটা দিয়ে কী হয় (Oils for Skin and Hair)।
advertisement
2/8
তিলের তেল-- দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ, দাঁতের ক্ষয় রোধে প্রতি দিন ব্যবহার করুন তিলের তেল। এতে দাঁত সাদা, ঝকঝকেও হবে।
advertisement
3/8
আমন্ড তেল-- আমন্ডে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল থাকে যা কিউটিকলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত নখে আমন্ড অয়েল লাগালে তা নখ হলুদ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া রোধ করতে পারে।
advertisement
4/8
অলিভ অয়েল-- ফাটা পায়ের সমস্যা দূর করতে অব্যর্থ অলিভ অয়েল। রাতে ঘুমনোর সময় পায়ের পাতায় অলিভ অয়েল মেখে শুতে যান। ২ সপ্তাহের মধ্যে ফাটা দূর হয়ে পায়ের পাতা নরম হবে।
advertisement
5/8
টি ট্রি অয়েল-- ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, অ্যাকনে বা ত্বকের যে কোনও রকম দাগের সমস্যায় দারুণ কাজ দেয় টি ট্রি অয়েল। তুলোয় সামান্য টি ট্রি অয়েল নিয়ে অ্যাকনের উপর লাগান।
advertisement
6/8
ফ্লাক্সসিড অয়েল-- শরীরে মেটাবলিজমের হার বাড়িয়ে ডিটক্স করতে সাহায্য করে ফ্লাক্সসিড অয়েল।
advertisement
7/8
ক্যাস্টর অয়েল-- এই তেলে থাকা লিনোলেনিক অ্যাসিড চোখের পাতা ও ভ্রু ঘন করতে সাহায্য করে।
advertisement
8/8
হিবিস্কাস অয়েল বা জবার তেল-- এই তেলের মধ্যে থাকা খনিজ চুল ঘন করতে ও চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Oils for Skin and Hair: কখনও কখনও তেল দেওয়া দরকার! রূপটানে কোথায় কোনটা দেবেন জানুন...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল