সহজ পদ্ধতিতে বাড়িতেই বানান অ্যান্টি- এজিং ক্রিম!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

বাড়িতেই বানান অ্যান্টি-এজিং ক্রিম! ফাইন লাইনস পড়তে শুরু করলেই অ্যান্টি-এজিং ক্রিম লাগাতে পারেন। ভিটামিন ই যুক্ত এই ক্রিম লাগালে আটকাতে পারবেন বলিরেখার ছাপ। বাড়িতেই বানিয়ে নিন এই ক্রিম। photo source collected
advertisement
2/5
উপকরণ:১/৪ কাপ আমন্ড অয়েল, ২ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ বিওয়্যাক্স, ১/২ ভিটামিন ই অয়েল, ১ টেবিল চামচ শিয়া বাটার, কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল। photo source collected
advertisement
3/5
পদ্ধতি: একটি কাচের পাত্রে সব উপকরণ একসঙ্গে মেশান। অন্য একটি পাত্রে কিছুটা জল হালকা গরম করুন। photo source collected
advertisement
4/5
এবার কাচের পাত্রটি যার মধ্যে সব উপকরণ মেশানো রয়েছে সেটি নিয়ে। গরম জলের মধ্যে বসান। এবং গরম ভাপে সব উপকরণ গুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। photo source collected
advertisement
5/5
সব কিছু গলে যাওয়ার পর ভাল করে নেড়ে নিয়ে অন্য একটি কাচের পাত্রে নামিয়ে নিন। ঘরের তাপমাত্রায় রেখে দিন। ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে তিন মাস পর্যন্ত ব্যবহার করুন। photo source collected