পুজোর আগে মাত্র আধ ঘণ্টায় ত্বকে জেল্লা ফেরান, রইল ঘরোয়া টিপস
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এ'বছর পার্লার যাওয়ায় ঝুঁকি রয়েছে, কাজেই পুজোর আগে বাড়িতে বসেই সহজ ঘরোয়া উপায়ে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনুন--
advertisement
1/9

দোরগোড়ায় পুজো! এবারের পুজোয় মজা অনেকটাই কম, প্যান্ডেল হপিংও হবে না... তবু বাঙালির কাছে পুজোর একটা আলাদা উন্মাদনা থেকেই যায়! ওই ক'টা দিন নিজেকে সবথেকে সুন্দর করে তুলে ধরে কে না চান! এ'বছর পার্লার যাওয়ায় ঝুঁকি রয়েছে, কাজেই পুজোর আগে বাড়িতে বসেই সহজ ঘরোয়া উপায়ে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনুন--
advertisement
2/9
আধ চা চামচ হলুদগুঁড়ো ও ৪ চা চামচ বেসনে পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। মুখে ও গলায় এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ত্বক উজ্জ্বল করে! সপ্তাহে ২ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।
advertisement
3/9
গাজর ঝিরিঝিরি করে কেটে রস বের করে নিন। এতে অল্প মধু ও সামান্য টক দই মিশিয়ে মুখে লাগান, ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। গাজরে থাকে ভিটামিন-এ যা ত্বক টানটান রাখতে সাহায্য করে, ত্বক মসৃণ থাকে। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করুন।
advertisement
4/9
পাতিলেবু ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে পরিষ্কার রাখে, ট্যান দূর করে। ১ চা চামচ পাতিলেবুর রস ও ১ চা চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে ত্বকে মাসাজ করুন। চিনি গলে গেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
advertisement
5/9
ভিটামিন-এ ও সি-এর অন্যতম প্রধান উৎস পেঁপে। রয়েছে বিএইচএ যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। ১ টেবিল চামচ পাকা পেঁপের ক্বাথের সঙ্গে ২ চা চামচ শসার রস ও অর্ধেকটা কলা চটকে মিশিয়ে মুখে লাগান। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
advertisement
6/9
গোলাপজল ত্বকের আর্দ্রতা সঠিক রাখে। টাটকা গোলাপজল আধঘণ্টা ফ্রিজে রেখে দিন। এতে তুলো ডুবিয়ে মুখে চেপেচেপে লাগান। রোজ সকাল ও সন্ধ্যায় গোলাপজল ব্যবহার করতে পারেন, গোলাপজলের আইসকিউব বানিয়ে তাও ব্যবহার করতে পারেন।
advertisement
7/9
স্ক্রাব হিসেবে কমলালেবুর খোসার জবাব নেই। ভিটামিন সি-তে পূর্ণ থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কমলালেবুর খোসা উপকারী । ১ চা চামচ কমলালেবুর খোসাগুঁড়োর সঙ্গে ১ চা চামচ গোলাপজল মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন।
advertisement
8/9
অ্যালোভেরা ত্বক নরম করে, ত্বকে আর্দ্রতার পরিমাণ সঠিক রাখে। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু ও ১ চা চামচ দুধ একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
9/9
১ চা চামচ বেকিং সোডা, ১ চা চামচ মধু ও আধ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ত্বকের মৃত কোষ দূর করতে এবং ত্বকের পিএইচ লেভেল সঠিক রাখতে বেকিং সোডা ম্যাজিকের মত কাজ করে। ১০ মিনিট বাদে ঠাণ্ডা জল দিয়ে এই প্যাক ধুয়ে ফেলুন।