Hair care tips: চুলের গোড়ায় ঘাম জমে সাজগোজ মাটি হয়? রইল ৫টি সহজ সমাধান
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Hair care tips: আর চুল নিয়ে একটি বড়সমস্যা হল স্ক্যাল্প ঘেমে যাওয়া। দেখা যায়, শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় অনেকের স্ক্যাল্প বেশি ঘামে
advertisement
1/6

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা- কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইন কত প্রেম পত্রেরই সাক্ষী থেকেছে বহু প্রেমিকা। কিন্তু সেই চুলই যদি সুন্দর ও সুস্থ না থাকে তাহলে তো বড়ই সমস্যা। আর চুল নিয়ে একটি বড়সমস্যা হল স্ক্যাল্প ঘেমে যাওয়া। দেখা যায়, শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় অনেকের স্ক্যাল্প বেশি ঘামে। ফলে সাজগোজ সব মাটি হয়। এদের স্ক্যাল্প সাধারণত অয়েলি হয়। আর এই সমস্যার জন্য এরা চুল নিয়ে নানা রকম স্টাইলও করতে পারেন না। কিন্তু কিছু সমাধান রইল তাদের জন্য -
advertisement
2/6
১) এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন। স্ক্যাল্পকে সুস্থ সতেজ রাখতে সাহায্য করে এসেনশিয়াল অয়েল। বাজারে এমন বহু এসেনশিয়াল অয়েল পাওয়া যায় যেগুলি স্ক্যাল্পের তৈলাক্ত ভাব কমায়। যেকোনও সাধারণ তেলের সঙ্গে ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্ক্যাল্পে মালিশ করে তার পরে ধুয়ে নিন অথবা ভালো করে শ্যাম্পু করুন। এতে ঘাম কম হবে।
advertisement
3/6
শ্যাম্পু করার আগে ব্যবহার করতে পারেন পেপারমিন্ট অয়েলও। চুলকে সুস্থ ও সতেজ রাখে এবং গোড়াতে ঘাম বসে না। ফলে যে কোনও স্টাইলই সহজে করতে পারবেন।
advertisement
4/6
৩) গোলাপ জলের উপকারিতা অসীম। সপ্তাহে ২-৩ দিন গোলাপ জল দিয়ে মাথা ধুয়ে নিন। গোলাপ জল ঘাম নিয়ন্ত্রণ করে। স্ক্যাল্প ঘেমে গিয়ে অনেক সময়ে দুর্গন্ধ বেরোয়। এক্ষেত্রে অবশ্যই গোলাপ জল সেই দুর্গন্ধ আটকাতে সক্ষম। ঠান্ডা গোলাপ জল ব্যবহার করলে আরও ভাল ফল পাবেন। অথবা গোলাপ জলে তুলো ভিজিয়ে তা স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ পরে শ্যাম্পু করে নিন।
advertisement
5/6
৪) শ্য়াম্পু করার আগে চুলের গোড়ায় ভিনিগার লাগিয়ে নিন। ভিনিগার মরা কোষগুলিকে দূর করে ফলে স্ক্যাল্পে ঘাম বসতে পারে না। ভিনিগার না থাকলে পাতিলেবুর রসও স্ক্যাল্পে মাখতে পারেন শ্যাম্পু করার আগে।
advertisement
6/6
৫) বেশিক্ষণ ধরে শ্যাম্পু করবেন না। বেশি বেলায় শ্যাম্পু করবেন না। শ্যাম্পু করার পরে অবশ্য়ই ভাল করে চুল শোকান। গোড়া ভিজে থাকলে তার সঙ্গে ঘাম মিশলে চুলের আরও ক্ষতি হয় এবং তেলতেলে দেখায়।