advertisement
1/7

ডিহাইড্রেশন বা শরীরে জলের মাত্রা কমে যাওয়া, অ্যানিমিয়ার কারণেও চোখের নিচে ডার্ক সার্কল বা কালচে ভাব দেখা দেয়। চিকিৎসকেরা বলেন, চোখের তলায় কালচে ছোপ দেখা দেওয়া মানে, শরীরে পুষ্টির অভাব নির্দেশ করছে। কাজেই ডার্ক সার্কল দূর করতে রোজের ডায়েটে রাখুন-- Photo Source: Collected
advertisement
2/7
ভিটামিন সি রয়েছে এমন ফল ও সবজি যেমন-- লেবু, স্ট্রবেরি, পেয়ারা, কাঁচালঙ্কা। Photo Source: Collected
advertisement
3/7
ডার্ক সার্কল দূর করতে এক্সপার্ট লাইকোপিন। টোম্যাটো, পেঁপে, তরমুজ, পেয়ারা ও লাল বাঁধাকপি লাইকোপিন-এ ভরপুর। Photo Source: Collected
advertisement
4/7
রেসভেরাট্রল ডার্ক সার্কল কমায়। এই উপাদান রয়েছে লাল আঙ্গুর, ব্লুবেরি, ডার্ক চকোলেট এবং পিনাট বাটারে। Photo Source: Collected
advertisement
5/7
চোখের নিচে কালো দাগ আয়রনের ঘাটতি নির্দেশ করে। যদি সবসময় ক্লান্তি লাগে বা দুর্বল অনুভব করেন তাহলে আয়রন সমৃদ্ধ খাবার খান। আয়রনের ঘাটতি শরীরের কোষে অক্সিজেন সরবারহে বাধা সৃষ্টি করে। ফলে ত্বক নির্জীব দেখায় এবং রংয়ের ভারসাম্যহীনতা দেখা দেয়। সবুজ সবজি, ডালজাতীয় খাবার, টফু, কুমড়োর বীজ, শুকনা ফল, জলপাই, আলু, মাশরুম, তাজা মাছ ও মাংসে প্রচুর পরিমাণে আয়রন আছে। Photo Source: Collected
advertisement
6/7
ভিটামিন- কে শুধুমাত্র যে ডার্ক সার্কল-ই দূর করে তা নয়, ত্বক তরতাজা, ঝলমলে, টানটান রাখে। নানা জাতীয় সিরিয়াল, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, পালং শাক, পেঁয়াজ কলি, ডিম, মাছ ও মাংসে ভিটামিন কে পাওয়া যায়। Photo Source: Collected
advertisement
7/7
কাঠবাদাম, বাদাম, কাঁচা-বীজ, জলপাই, ব্রকলি ও পালং শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-ই রয়েছে যা ডার্ক সার্কল দূর করে। Photo Source: Collected