advertisement
1/5

• ভেজাল খাবার আর বাতাসের দূষণ ৷ চুলের স্বাস্থ্য ঘেঁটে ঘ ৷ প্রাণহীন রুক্ষ চুল, ঝরে যাওয়ার সমস্যা সব নিয়ে নাজেহাল সাধারণ মানুষ ৷ কিন্তু যেখানে আপনার হাতের কাছেই রয়েছে এই চারটে উপাদান, তখন আর চিন্তা কী ?
advertisement
2/5
• মেথি বীজ আর ইয়োগার্টস- মেথিতে থাকে লেসিথিন এবং নিকোটিনিক অ্যাসিড ৷ যা চুলে পুষ্টিদান করে ৷ সারারাত মেথি বীজ জলে ভিজিয়ে রাখার পর সকালে বেটে নিন ৷ এরপর তার সঙ্গে ইয়োগার্ট মেশান ৷ চুলে আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন ৷ কিছুক্ষণ পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ৷
advertisement
3/5
• কারি পাতা ও নারকেল তেল- কারি পাতায় রয়েছে বিটা-ক্যারোটিন, ফসফরাস, নিকোটিনিক অ্যাসিড ৷ কারি পাতার রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথায় লাগান ৷
advertisement
4/5
• পেঁয়াজ- কোনওভাবে গন্ধকে উপেক্ষা করতে পারলে আর চিন্তা নেই ৷ পেঁয়াসের রস চুলে লাগান ৷ দারুন উপকার পাবেন ৷
advertisement
5/5
• আমলা- ভিটামিন সি-তে সমৃদ্ধ আমলা চুলের জন্য অত্যন্ত ভাল ৷