TRENDING:

Beauty Tips: গোড়ালি ফেটেছে? মুখে বলিরেখা? ক্রিম-লোশন ছাড়ুন,এই ছোট্ট বীজেই পান মাখনের মতো নরম গোড়ালি আর ত্বক

Last Updated:
Beauty Tips: শীতে ফাটা গোড়ালি আর ত্বকে বলিরেখার সমস্যায় কবমেশি সবাই ভোগেন। শীত চলে যাচ্ছে, কিন্তু এই ভোগান্তিগুলি দিয়ে গিয়েছে! কসমেটিক্স নয়, একেবারে ঘরোয়া উপায়ে মোকাবিলা করুন
advertisement
1/8
গোড়ালি ফেটেছে? মুখে বলিরেখা? ক্রিম-লোশন ছাড়ুন,এই ছোট্ট বীজেই পান মাখনের মতো গোড়ালি,ত্বক
শীত বিদায় নেওয়ার মুখে। কিন্তু এর মধ্যেই অনেকের যা ক্ষতি হওয়ার, তা হয়ে গিয়েছে। গোড়ালি ফেটে গিয়েছে অনেকেরই, বিশেষ করে যাঁদের খালি পায়ে হাঁটার অভ্যাস রয়েছে। অনেকেই পড়েছেন চরম ভোগান্তির মুখে। হাজার ক্রিম-লোশন মেখেওসমস্যা মিটছে না? চিন্তা করবেন না, ঘরোয়া উপায়ে ফাটা গোড়ালি থেকে মুক্তি পান, গোড়ালি হবে মাখনের মতো নরম-তুলতুলে--
advertisement
2/8
মহুয়া গাছের বীজকে বলা হয় কোয়া। এর তেল মোমের সঙ্গে মিশিয়ে লাগালে ফাটা গোড়ালি সেরে যায়। এছাড়াও মহুয়ার বীজ বিভিন্ন রোগের উপশম করে।
advertisement
3/8
আয়ুর্বেদিক চিকিৎসক ডা. নেহা গয়াল জানান, মহুয়ার বীজে অনেক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। শীতকালে ধুলোর কারণে পায়ের গোড়ালি ফাটে, এমন অবস্থায় মহুয়ার বীজ ব্যবহার করতে পারেন। প্রথমে মহুয়ার বীজ শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। এরপর এতে মোম মিশিয়ে রাতে ঘুমানোর আগে পায়ের গোড়ালিতে লাগাতে হবে। সকালে পায়ের গোড়ালি নরম হয়ে যাবে।
advertisement
4/8
কেউ যদি মহুয়ার বীজের পেস্ট তৈরি করতে চান, তাহলে প্রথমে মহুয়ার বীজ ভেঙে বাকি অংশ ভাল করে ধুয়ে রোদে শুকিয়ে তাতে লবঙ্গ মিশিয়ে মিক্সারে পিষে নিতে হবে।
advertisement
5/8
ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও মহুয়ার বীজের পেস্ট লাগানো যেতে পারে। এটি ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এবং ত্বকের দাগ দূর করে, ত্বক সতেজ উজ্জ্বল হয়ে ওঠে
advertisement
6/8
ত্বকে সংক্রমণ হলে মহুয়ার বীজের পেস্ট লাগাতে পারেন। মহুয়ার বীজে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্রমণ দূর করে, ফলে ত্বকের অনেক ধরনের সমস্যা সেরে যায়।
advertisement
7/8
আর্থ্রাইটিস বা অন্য কোনও কারণে ফোলা ভাব থাকলে মহুয়ার বীজের পেস্ট লাগালে শরীরে ফোলাভাব কমে যায়। মহুয়া বীজের পেস্ট ফোলা ও ব্যথা কমাতে কার্যকরী
advertisement
8/8
মহুয়া বীজের তেল মুখে লাগালে মুখের বলিরেখা দূর হয় এবং মুখও পরিষ্কার হয়। তবে একটানা কয়েক মাস ব্যবহার করতে হবে,তবেই ফল পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips: গোড়ালি ফেটেছে? মুখে বলিরেখা? ক্রিম-লোশন ছাড়ুন,এই ছোট্ট বীজেই পান মাখনের মতো নরম গোড়ালি আর ত্বক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল