TRENDING:

Durga Puja Fashion 2021 | New Hair Styles: চুলে কোন স্টাইল মানাবে, বুঝতে পারছেন না? পুজোর জন্য রইল ট্রেন্ডি হেয়ার-কাটের হদিশ

Last Updated:
এক বার চট করে ঢুঁ মেরে দেখে নেওয়া যায়, কেমন ধরনের চুলের স্টাইল এখন ট্রেন্ডিং (Trend)। (Durga Puja Fashion 2021 | New Hair Styles)
advertisement
1/5
কোন স্টাইল মানাবে, বুঝতে পারছেন না? পুজোর জন্য রইল ট্রেন্ডি হেয়ার-কাটের হদিশ!
সামনেই পুজো (Durga Puja 2021)। তাই চাই মনের মতো লুক (Durga Puja Fashion 2021 | New Hair Styles) । কিন্তু সব থেকে বড় সমস্যা হয়, চুল কাটা (Hair Cut) নিয়ে। কী চুল কাটব, আর কোন স্টাইলই (Durga Puja Fashion 2021 | New Hair Styles) বা আমার মুখে মানাবে- তা ভেবে ভেবেই হয়রান হতে হয়! কিন্তু আজকাল তো ইনস্টাগ্রাম (Instagram), ফেসবুকের (Facebook) মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হাতের মুঠোয়। তাই এক বার চট করে ঢুঁ মেরে দেখে নেওয়া যায়, কেমন ধরনের চুলের স্টাইল এখন ট্রেন্ডিং (Trend)। ফ্যাশনে (Fashion) ইন থাকতে গেলে আইডিয়া নিতে হবে এই সব প্ল্যাটফর্ম থেকেই। শুধু দেশ-বিদেশের সেলিব্রিটিরাই নন, এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাও জানিয়ে দেন, বর্তমানের ফ্যাশন (Fashion) ট্রেন্ড (Trend)। তা হলে দেরি না করে বলে ফেলি কয়েকটা স্টাইলের বিষয়ে। যা নতুন প্রজন্মের কাছে এখন সুপারহিট (Durga Puja Fashion 2021 | New Hair Styles)।
advertisement
2/5
দ্য ফ্লব: ইনস্টাগ্রাম ফিডে মাঝে মাঝেই দেখা যায়, বর্তমানে এই স্টাইলের খুবই চাহিদা। এটা আসলে ফ্ল্যাট, স্লিক বব কাট। খুব একটা বড়ও না, আবার খুব ছোটও না। গালের উপর দিক থেকে চিবুকের নিচ পর্যন্ত থাকে এই কাট। তবে সিম্পল লুক এনে দেওয়া স্টাইলটায় ফ্রিঞ্জ থাকে না।
advertisement
3/5
গ্র্যাজুয়েটেড বব বা এ-লাইন বব: কয়েক দিন আগেই খুব প্রচলিত ছিল এই স্টাইল। তবে এখন আর ফ্লবের মতো অতটাও পপুলার নয়। এ ক্ষেত্রে চুলের পিছনের দিকটা ছোট করে ছাঁটা থাকে আর সামনের দিকের চুল লম্বা রেখেই ছাঁটা হয়।
advertisement
4/5
শ্যাগ হেয়ারকাট: এই ধরনের হেয়ার-কাটে রয়েছে আধুনিকতার ছোঁওয়া। এই স্টাইলটায় অনেক বেশি পরিমাণে লেয়ারস থাকে। যাতে চুল অনেক ঘন দেখায় এবং টেক্সচারটাও দারুণ আসে। আর সামনের দিকের চুল ছোট ছোট করে ছাঁটা হয়। পোশাক আর মুড অনুযায়ী, আরামসে স্টাইলিং করা যায় এই চুল। কোনও কোনও সময় কার্ল ক্রিম ব্যবহার করে হালকা স্ক্রাঞ্চ করে নিলে একটা গ্ল্যামারাস লুক আসে। আবার জাস্ট ব্লো-ড্রাই করে অথবা ফ্ল্যাট আয়রনিং করেও রাখা যায়।
advertisement
5/5
কার্টেন ব্যাংগস্: লকডাউনে বাড়িতে বসে যাঁদের চুল বেড়ে গিয়েছে, তাঁদের জন্য একদম পারফেক্ট গ্ল্যামারাস লুক এনে দেবে এই স্টাইল। অনেকেই চুল বাড়লেও কাটতে চাইছেন না। সে ক্ষেত্রেও এটা দারুণ একটা স্টাইল। এই স্টাইলে চুলের দৈর্ঘ্যের হেরফের হয় না। সামনের দিকের কিছুটা চুল নিয়ে ছোট করে ছেঁটে দেওয়া হয়। যাতে ছোট চুলগুলো মুখের ওপর একটা ফ্রেমের মতো তৈরি করে। এই কাটের সঙ্গে নানা রকম স্টাইলিংও করা যায়। যেমন- একটু অন্য ধরনের কালার চুলের জন্য ট্রাই করা যেতে পারে। আর এখন তো বেশির ভাগেরই মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম। তাই বোল্ড লুকের জন্য এই স্টাইল ট্রাই করে দেখাই যায়। তবে, সব শেষে একটাই কথা- স্টাইলিং বা মেকওভার- যা-ই হোক না কেন, চুলের যত্ন কিন্তু না-নিলে চলবে না। চুলের স্বাস্থ্য বজায় রাখতে রুটিনমাফিক পরিচর্যা করতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja Fashion 2021 | New Hair Styles: চুলে কোন স্টাইল মানাবে, বুঝতে পারছেন না? পুজোর জন্য রইল ট্রেন্ডি হেয়ার-কাটের হদিশ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল