রানি ক্লিওপেট্রার মতো সুন্দর হতে চান? জেনে নিন তাঁর রূপচর্চার কৌশল
Last Updated:
advertisement
1/5

রানি ক্লিওপেট্রাকে বলে হত রোমের সবচেয়ে সুন্দরী মহিলা। তিনি সারা বিশ্বের সুন্দরীদের মধ্যে একজন। সারা রোমে রাজ করতেন এই রানি। photo source collected
advertisement
2/5
তাঁর সৌন্দর্যের রহস্য নিয়ে সব সময় খোঁজ চালিয়েছে দুনিয়া। কিন্তু তারপরেও সেই রহস্য সামনে আসেনি। photo source collected
advertisement
3/5
সম্প্রতি বিজ্ঞানীরা গবেষণা করে এই রহস্য ভেদ করেছেন। রোমের রানি স্নান করতেন গাধার দুধ দিয়ে। সাতটা গাধার দুধ মিশিয়ে আগের দিন রাতে জমিয়ে রাখতে তারপর সেই দুধ দিয়ে স্নান করতেন। photo source collected
advertisement
4/5
এতেই রানির চেহারায় চীর যৌবন ধরা থাকত। তবে তিনি শুধু এখানেই থেমে থাকেননি। সারা গায়ে মাখতেন কুমিরের মল। তিনি তার মহলে জমিয়ে রাখতেন কুমিরের মল। সেই মল সারা গায়ে মেখে গাধার দুধে স্নান করতেন। তার জন্যই তিনি সেরা সুন্দরী হয়ে ছিলেন চীর জীবন। photo source collected
advertisement
5/5
গবেষকরা বলছেন, ভবিষ্যতে সৌন্দর্যের জন্য এই গাধার দুধ ও কুমিরের মলই ব্যবহার করা হবে প্রসাধনি সামগ্রিতে। photo source collected