Beauty Tips: বয়সকে বুড়ো আঙুল দেখান নিজের সৌন্দর্য্যে, ৪০ পার করা শ্বেতার গোপন বিউটি টিপস
- Published by:Debalina Datta
Last Updated:
Skin Care Tips: বয়স চল্লিশের কোটা পেরোলেও পর্দায় ঝড় তোলেন শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)! জানেন কি তাঁর সৌন্দর্যের রহস্য?
advertisement
1/7

#নয়াদিল্লি: কসৌটি জিন্দগি কি (Kasautii Zindagii Kay) সিরিয়াল থেকে শুরু করে বিগ বস (Big boss), ঝলক দিখলা যা (Jhalak Dikhla Ja) এবং সম্প্রতি খতরোঁ কে খিলাড়ি (Khatron Ke Khiladi)-র মতো একাধিক রিয়েলিটি শো-এ অংশগ্রহণ করে মন জয় করেছেন শ্বেতা তিওয়ারি। এককথায় শ্বেতা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এবং একাধিক রিয়ালিটি শো স্টার। তবে বয়স চল্লিশ পেরিয়ে গেলেও পর্দায় শ্বেতাকে দেখে বোঝার উপায় নেই। বরং অভিনেত্রীকে যেন তাঁর আসল বয়সের চেয়ে দশ বছরের ছোট মনে হয়। দুটি সন্তানের মা হয়েও আজও তাঁর শরীরী ভঙ্গিমায় কিংবা মনোমুগ্ধকর রূপে যেন ঝড় তোলেন পর্দার প্রেরণা (Prerna)। ভারতীয় টেলিভিশনের এই হট মায়ের মতো সুন্দরী হতে কে না চান! আজ তাই শ্বেতার সৌন্দর্যের রহস্য জেনে নেওয়া যাক। Photo- Collected
advertisement
2/7
সিটিএম রুটিন শ্বেতা তাঁর দিন শুরু করেন ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং দিয়ে। তাই শ্বেতা প্রথমে ত্বককে শুষ্ক করে না এমন একটি মাইল্ড ক্লিনজার দিয়ে ভালো করে মুখ ধুয়ে নেন। তারপরে পরিষ্কার মুখে টোনার ব্যবহার করেন এবং শেষে ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা দেওয়ার জন্য অবশ্যই ময়েশ্চারাইজার লাগান। আর এই রুটিন শ্বেতা কখনওই ভুলে যান না। Photo- Collected
advertisement
3/7
মুলতানি মাটির প্যাক অভিনেত্রী ত্বকের অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য মুলতানি মাটির প্যাক ব্যবহার করেন। যা তাঁর ত্বকে প্রাকৃতিকভাবে জেল্লা নিয়ে আসে।Photo- Collected
advertisement
4/7
উজ্জ্বল ত্বকের জন্য হলুদ শ্বেতা প্রায়ই দুধের সঙ্গে হলুদ মিশিয়ে সেই মিশ্রণটি মুখে ব্যবহার করেন যা তৎক্ষণাৎ তাঁর ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।
advertisement
5/7
পরিমিত জল খান ত্বকের হাইড্রেশনের জন্য জলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শ্বেতা নিজেকে হাইড্রেট রাখতে পছন্দ করেন। তাই অভিনেত্রী সারাদিনে পর্যাপ্ত জল পান করতে কখনও ভোলেন না। Photo- Collected
advertisement
6/7
কুমকুমাদি তেল শ্বেতা নিয়মিত মুখে কুমকুমাদি তেল লাগান। এই তেলটি তাঁর ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।Photo- Collected
advertisement
7/7
গোলাপজল ত্বক ভাল রাখার জন্য ত্বকের হাইড্রেশন খুবই জরুরি। তাই অভিনেত্রী ত্বককে হাইড্রেট রাখার জন্য গোলাপ জলের স্প্রে ব্যবহার করেন। Photo- Collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Beauty Tips: বয়সকে বুড়ো আঙুল দেখান নিজের সৌন্দর্য্যে, ৪০ পার করা শ্বেতার গোপন বিউটি টিপস