Beauty Tips: রাতে করুন এই ছোট্ট কাজ, সকালে ত্বক ঝলমলিয়ে উঠবে
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
শুধু দিনের বেলাই নয়, ত্বকের যত্ন নিতে হবে রাতেও
advertisement
1/6

শীতকাল হোক কিংবা গরমকাল, রূপচর্চায় জোর দেন প্রত্যেকে। তবে দিনের বেলা বাড়ির বাইরে বার হলে যেমন রূপচর্চায় জোর দিতে হয়,তেমনি রাতেও যত্ন নিতে হবে ত্বকের।
advertisement
2/6
তরতাজা-ঝলমলে ত্বক চান? রাতে ঘুমোতে যাওয়ার আগে বেশ কিছু নিয়ম মানতে হবে। কিছু জিনিস ব্যবহার করতে হবে এবং বেশ কিছু জিনিস ব্যবহার করা বন্ধ করতে হবে।
advertisement
3/6
বিশেষজ্ঞরা মনে করেন, ভিটামিন সি জাতীয় লোশান বা ক্রিম, সিরাম রাতে ব্যবহার করা উচিত নয়। কারণ রাতে ভিটামিন সি তেমন কার্যকর নয়, ভিটামিন সি কার্যকর সূর্যের আলোতে।
advertisement
4/6
বিউটিশিয়ান সঙ্গীতা শাসমল জানিয়েছেন, রাতে অবশ্যই ত্বক ঠান্ডা জলে পরিষ্কার করা উচিত। মুখের পাশাপাশি হাত এবং পায়ে ময়েশ্চারাইজার লাগাতে হবে, এতে ত্বক পুষ্টি পায়
advertisement
5/6
শুষ্ক কিংবা তৈলাক্ত ত্বকের যত্ন রাখতে রাতে ত্বক পরিষ্কার করে টোনিং করা প্রয়োজন। টোনিং ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। তাই সংবেদনশীল ত্বক ছাড়া সবরকম ত্বকে টোনিং করা জরুরি।
advertisement
6/6
রাতে ঘুমানোর সময় খেয়াল রাখুন, বালিশের কভার এবং বেডশিট যেন পরিষ্কার হয়।