TRENDING:

এইসব প্রসাধনের জিনিস ফ্রিজে রাখুন, যাতে সবচেয়ে বেশি সুফল পেতে পারেন

Last Updated:
সুন্দর থাকতে গেলে কিছু কিছু প্রসাধনের জিনিস ফ্রিজে রাখলে খুব কাজে দেয়
advertisement
1/9
এইসব প্রসাধনের জিনিস ফ্রিজে রাখুন, যাতে সবচেয়ে বেশি সুফল পেতে পারেন
সুন্দর থাকতে গেলে কিছু কিছু প্রসাধনের জিনিস ফ্রিজে রাখলে খুব কাজে দেয়। প্রসাধনের জিনিসপত্র বাথরুমের ক্যাবিনেটে রাখার সত্যিই অনেক সুবিধে, কারণ চট করে হাতের কাছেই পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন যে বিশেষ কিছু প্রসাধনী ফ্রিজে রেখে দিলে তা অনেক বেশি ভালো কাজ করে আর টিকেও যায় অনেক বেশি দিন? এইসব জিনিসপত্র বাথরুমের ক্যাবিনেট থেকে সরিয়ে ফ্রিজে রাখুন, দেখবেন অনেক বেশি সুফল পাচ্ছেন! জানতে চান, ঠিক কোন কোন সামগ্রীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়
advertisement
2/9
•আইক্রিম---এমনভাবে আই ক্রিম তৈরি করা হয়, যাতে চোখের চারপাশের ফোলা ভাব কমে। আপনার চোখের নিচের থলির মতো ফুলে ওঠা ভাব কমানোর জন্য আই ক্রিম রাখুন রেফ্রিজেটরে। ঠান্ডা অবস্থায় ব্যবহার করলে এটি সহজে রক্তজালিকাকে সঙ্কুচিত করতে পারে আর তাড়াতাড়ি ফোলা ভাব কমায়।
advertisement
3/9
লিপস্টিক-- ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। এতে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকবে ফ্রিজে। এছাড়া দীর্ঘক্ষণ ঠোঁটে অক্ষত রাখতেও লিপস্টিক ফ্রিজে রাখা জরুরি।
advertisement
4/9
ফেসিয়াল মিস্ট--ফেসিয়াল মিস্ট বা স্প্রের বোতল ফ্রিজে রেখে দিন। এতে প্রসাধনীটি যেমন ভালো থাকবে, তেমনি ত্বক আরও দ্রুত সজীব হবে। মুখের ত্বকে বরফের টুকরো ঘষলে তা সঙ্গে সঙ্গে আপনার ত্বকের ছিদ্রগুলিকে টাইট আর সঙ্কুচিত করে দেয়, ফলে আপনার ত্বক মুহূর্তে তরতাজা হয়ে ওঠে| মুখে ঠান্ডা ফেশিয়াল মিস্ট স্প্রে করলেও একই ফল হয়| বিশেষ করে গ্রীষ্মকালে, যখন আপনার ত্বকের আর্দ্রতায় টান ধরে, তখন এটি বিশেষভাবে উপকারি হয়ে ওঠে|
advertisement
5/9
সানস্ক্রিন--শীতে সানস্ক্রিন কমই ব্যবহৃত হয়। বেঁচে যাওয়া সানক্রিন বোতলসহ ফ্রিজে রেখে দিতে পারেন গ্রীষ্মে ব্যবহারের জন্য।
advertisement
6/9
নেল পলিশ--দলা পাকানো বা ফিকে হয়ে যাওয়া নেল পলিশ নির্ঘাত আপনার দু’ চক্ষের বিষ? তাহলে এখন সময় হয়েছে রেফ্রিজেটরে জায়গা করার, আপনার নেল পলিশের সম্ভার রাখার জন্য| যেহেতু নেল পলিশের সান্দ্রতা বা ভিসকোসিটি শীতলতর তাপমাত্রায় বাড়ে, ব্যবহার করার কয়েক মিনিট আগে কিন্তু মনে করে ফ্রিজ থেকে বের করে রাখতে একেবারেই ভুলবেন না| ঘরের তাপমাত্রায় এনে তার পরে এটি নিশ্চিন্তে ব্যবহার করুন।
advertisement
7/9
মাস্কারা--মাস্কারা রাখুন ফ্রিজে। বাইরে রাখলে দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে এতে।
advertisement
8/9
সুগন্ধি--সুগন্ধিও ভালো থাকে ফ্রিজে।
advertisement
9/9
•অ্যালো-অ্যালো ভেরা একটি চমৎকার উপাদান, তা ত্বক ও চুলের একাধিক সমস্যা থেকে আমাদের মুক্তি দেয়| রেফ্রিজারেটরে অ্যালো ভেরা রেখে দিলে এটি বেশিদিন ধরে ঠিক থাকে আর ত্বককে বাড়তি আরাম দেয়; বিশেষ করে ত্বক রোদে পুড়ে গেলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এইসব প্রসাধনের জিনিস ফ্রিজে রাখুন, যাতে সবচেয়ে বেশি সুফল পেতে পারেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল