শীত শেষ, খুশকি তবুও নাছোড়বান্দা! ৫ সহজ টোটকায় গায়েব করুন খুশকি!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

পরিষ্কার শ্যাম্পু কজা চুলে টকদই নুনের মিশ্রণ লাগান। আধ ঘণ্টা অপেক্ষা করুন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। কয়েক সপ্তাহ টানা করলে খুশকির হাত থেকে মুক্তি পাবেন! photo source collected
advertisement
2/5
সমপরিমাণ নারকেল তেলে পাতিলেবুর রস মিশিয়ে নিন। সপ্তাহে দুদিন মাথায় মাখুন এই মিশ্রণ। ২০ মিনিট পরে শ্যাম্পু করে নিন। তবে খেয়াল রাখবেন কখনই এই তেল সারারাত মাথায় রাখবেন না। photo source collected
advertisement
3/5
সারা রাত জলে মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন মেথিগুলো তুলে নিয়ে বেটে নিন। টকদইয়ের সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে শ্যাম্পু করুন। photo source collected
advertisement
4/5
শ্যাম্পু করার আগে ভাল করে মাথা ভিজিয়ে নিন। এবার হাতে নুন নিয়ে সারা মাথায় ভাল করে ঘষে নিন। খুশকি গায়েব। photo source collected
advertisement
5/5
পিঁয়াজের রস, ডিমের সাদা অংশ ও পাতিলেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। মাথায় আধ ঘণ্টা লাগিয়ে শ্যাম্পু করে নিন। photo source collected