TRENDING:

Benefits of Bay Leaves: বাড়তি মেদই মাথাব্যথার কারণ? নিয়মিত খান তেজপাতা

Last Updated:
রান্নায় মশলা হিসেবে দেওয়ার পাশাপাশি তেজপাতার ক্বাত্থ তৈরি করেও খান৷(Benefits of Bay Leaves)
advertisement
1/7
বাড়তি মেদই মাথাব্যথার কারণ? নিয়মিত খান তেজপাতা
আমরা কিনে এনে রান্না করে তার পর না খেয়ে ফেলে দিই তেজপাতা৷ কিন্তু যে নির্যাস পৌঁছয় আমাদের শরীরে, তার উপকারিতার শেষ নেই৷ খাবারের স্বাদ বৃদ্ধির পাশাপাশি তেজপাতার স্বাস্থ্যকর দিকও উপেক্ষার নয়৷ তেজপাতায় আছে কপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ও আয়রন৷
advertisement
2/7
রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সার্বিক সুস্থতার জন্য এই উপাদানগুলি গুরত্বপূর্ণ৷ তাছাড়া ব্লাড ক্লটিং, ত্বকের সমস্যা, হৃদরোগ-সহ একাধিক সমস্যায় কার্যকর তেজপাতা৷ রান্নায় মশলা হিসেবে দেওয়ার পাশাপাশি তেজপাতার ক্বাত্থ তৈরি করেও খান৷(Benefits of Bay Leaves)
advertisement
3/7
কীভাবে করবেন- ১০ গ্রাম তেজপাতা, ১০ গ্রাম জোয়ান, ৫ গ্রাম মৌরি নিয়ে ক্বাত্থ তৈরি করুন৷ সব উপাদান পিষে নিন একসঙ্গে৷ তার পর এক লিটার জল গরম করে এই মিশ্রণ ফুটিয়ে নিন৷ জল ফুটিয়ে ১০০ থেকে ১৫০ মিলিলিটার করতে হবে৷ তার পর ছেঁকে নিলেই ক্বাত্থ তৈরি৷
advertisement
4/7
তেজপাতার ক্বাত্থের উপকারিতা- শরীরের যে কোনও ব্যথা কমিয়ে দেয়৷ পিঠে ব্যথার সমস্যা থাকলে দিনে অন্তত ২ বার এই ক্বাত্থ পান করুন৷ কোমরে ব্যথার অংশে তেজপাতা ঘষতে পারেন৷ এতে উপকার পাবেন৷
advertisement
5/7
নিয়মিত মাথা যন্ত্রণার সমস্যায় ভুগলে পান করুন তেজপাতার ক্বাত্থ৷ আরাম পাবেন যন্ত্রণা কমে গিয়ে৷
advertisement
6/7
হাত, পা-সহ শরীরে বিভিন্ন অংশে অনেক সময়ে ক্র্যাম্প ধরে৷ এই সমস্যার সামাধানও লুকিয়ে তেজপাতায়৷
advertisement
7/7
শরীরের মেটাবলিজম বাড়িয়ে তোলে তেজপাতা৷ ফলে বাড়তি ওজন কমিয়ে রোগা হওয়ার ক্ষেত্রেও তেজপাতা উপকারী৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Bay Leaves: বাড়তি মেদই মাথাব্যথার কারণ? নিয়মিত খান তেজপাতা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল