Bay Leaf-Health: শুধু রান্নায় নয়! শরীরের যেকোনও ব্যথা, ডায়াবেটিস-সহ বহু জটিল রোগে দারুণ কাজের তেজপাতা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Bay Leaf-Health: শুধু রান্নার স্বাদ বাড়ায় না! তেজপাতা শরীরের জন্যও দারুণ উপকারি! জানুন কীভাবে ব্যবহার করবেন
advertisement
1/6

তেজপাতা যেকোনো ধরনের মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা এমনকি বাতের ব্যথা উপশমে কার্যকরী। তেজপাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখলেই ব্যথা কমে যাবে। এছাড়া তেজপাতার তেল কপালে ম্যাসাজ করলে মাথা ব্যথা থাকবে না।
advertisement
2/6
ঠান্ডা লেগে সর্দি ও কাশির সমস্যায় ভোগে তাহলে ৪-৫টি তেজপাতা গরম জলের মধ্যে ফুটিয়ে, হালকা ঠান্ডা করে নিতে হবে। একটি পরিষ্কার কাপড় নিয়ে জলে ভিজিয়ে বুকে গরম ভাপ দিতে হবে।
advertisement
3/6
গরম জলে কয়েকটি তেজপাতা ফুটিয়ে সেই জল ঠান্ডা করে প্রতিদিন এক গ্লাস করে খেলেই উপকার হাতে নাতে। বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও।
advertisement
4/6
তেজপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। ফলে ডায়াবেটিসের রোগীদের জন্যও তেজপাতা দেওয়া চা বিশেষ উপকারি।
advertisement
5/6
তেজপাতা কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে থাকে। পাশাপাশি ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে বিভিন্ন হৃদরোগের ঝুঁকি কমায়।
advertisement
6/6
তেজপাতা ত্বকের জন্য খুবই উপকারি একটি উপাদান। তেজপাতার অপরিহার্য তেল প্রসাধনী শিল্পে, ক্রিম, পারফিউম এবং সাবান তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bay Leaf-Health: শুধু রান্নায় নয়! শরীরের যেকোনও ব্যথা, ডায়াবেটিস-সহ বহু জটিল রোগে দারুণ কাজের তেজপাতা!