TRENDING:

Bay Leaf Benefits: তেজপাতার তেজেই তৈরি হবে প্রেম এবং লক্ষ্মীলাভের যোগ, রইল সেই পন্থা

Last Updated:
Bay Leaf Benefits: জীবনে অর্থ এবং প্রেমের অভাব থাকলে সেটাও পূরণ করবে সেই তেজপাতাই। এটাই প্রচলিত বিশ্বাস। তবে অনেকেই হয় তো এই তথ্যটার বিষয়ে একেবারেই ওয়াকিবহাল নন।
advertisement
1/5
তেজপাতার তেজেই তৈরি হবে প্রেম এবং লক্ষ্মীলাভের যোগ, রইল সেই পন্থা
প্রতিটি ভারতীয় রান্নাঘরেই পাওয়া যায় তেজপাতা। সুগন্ধী হিসেবে অতুলনীয় এই মশলা। আর তাছাড়া তেজপাতা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভাল, কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। ফলে পেটের স্বাস্থ্য এবং হজমের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুগন্ধী মশলা। আর তা ছাড়াও তেজপাতার মধ্যে রয়েছে লিনালুল নামের এক রাসায়নিক। ফলে মানসিক চাপ ও উত্তেজনা কাটিয়ে দিতেও সক্ষম এই মশলা। কিন্তু এ-তো গেল স্বাস্থ্যের কথা! আর অন্যান্য ক্ষেত্রেও তেজপাতার নানা উপযোগিতা বর্তমান। আসলে জীবনে অর্থ এবং প্রেমের অভাব থাকলে সেটাও পূরণ করবে সেই তেজপাতাই। এটাই প্রচলিত বিশ্বাস। তবে অনেকেই হয় তো এই তথ্যটার বিষয়ে একেবারেই ওয়াকিবহাল নন।
advertisement
2/5
আসলে কয়েক শতক ধরে মানুষ নেতিবাচক শক্তির প্রভাব কাটাতে, মননশীলতা এবং মানসিক শক্তি বাড়ানোর কাজে তেজপাতা ব্যবহার করে আসছেন। তাই দেখে নেওয়া যাক, টাকা-পয়সা ও প্রেমলাভের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে তেজপাতা। Representative Image
advertisement
3/5
তেজপাতার ব্যবহারে প্রেম ও লক্ষ্মীলাভের উপায়: এর জন্য প্রথমে একটি ফায়ার বোল, একটি মোমবাতি এবং একটি তেজপাতা নিতে হবে। প্রথমে নিজের মনের ইচ্ছে অথবা স্বপ্নটা ঠিক করে নিতে হবে। এক্ষেত্রে একটাই লক্ষ্য বা স্বপ্নের মধ্যে মনোনিবেশ করতে হবে। কারণ একাধিক লক্ষ্য থাকলে দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে তেজপাতায় নিজের মনের ইচ্ছে একটা পেন দিয়ে লিখে ফেলতে হবে। এমন ভাবে লিখতে হবে, যাতে ছোট্ট তেজপাতায় সবটা এঁটে যায়। Representative Image
advertisement
4/5
তেজপাতায় লেখা শেষ হলে নিজের অভিপ্রায় ঠিক করতে হবে। নিজের উদ্দেশ্যের উপর মনোনিবেশ করতে হবে। আর তেজপাতাটা হাতে নিয়ে নিজের মনের অভিপ্রায় কল্পনা করে অনুভব করতে হবে। এবার ব্রহ্মাণ্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করার পালা। অর্থাৎ নিজের ইচ্ছেটা ব্রহ্মাণ্ডে পাঠানোর জন্য তেজপাতাটা ফায়ার বোলের আগুনে পোড়াতে হবে। Representative Image
advertisement
5/5
এর পর খোলা মনে বিশ্ব সংসারের থেকে আসা উপহার গ্রহণ করতে হবে। আর তেজপাতা পোড়ানোর পরে নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য আকাশের দিকে চেয়ে বিশ্ব সংসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তেজপাতা পোড়ানোর পরে সেই ছাই প্রকৃতিতে বিলীন করে দিতে হবে। অর্থাৎ পোড়া তেজপাতার ছাই হাওয়ায় উড়িয়ে দেওয়া উচিত। কারণ এটাই ব্রহ্মাণ্ডের সঙ্গে যোগাযোগ স্থাপনের অন্যতম উপায়। বাড়ির ভিতরে এবং বাইরে- উভয় জায়গাতেই তেজপাতা পোড়ানো যাবে। তার জন্য কোনও কঠোর নিয়ম নেই। এই তেজপাতা পোড়ানোর জন্য নিজের বাড়ির পবিত্র এবং পরিচ্ছন্ন প্রার্থনার স্থানকেই ব্যবহার করা যেতে পারে। আর এক্ষেত্রে গোটা অথবা ছেঁড়া তেজপাতা ব্যবহার করা যাবে। Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bay Leaf Benefits: তেজপাতার তেজেই তৈরি হবে প্রেম এবং লক্ষ্মীলাভের যোগ, রইল সেই পন্থা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল