Batabi Lebu Health Benefits: টক-মিষ্টি স্বাদের গোলাপি শাঁসের এই ফলেই জব্দ ব্লাড সুগার, জন্ডিস! প্রতিরোধ করে ব্রেস্ট ক্যানসারও
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Susmita Goswami
Last Updated:
Batabi Lebu Health Benefits:টক-মিষ্টি স্বাদে ভরপুর, গোলাপি শাঁসের বাতাবি খেতে যেমন ভাল, তেমনই পুষ্টিগুণে ভরপুর
advertisement
1/5

বাতাবি লেবুর খোসায় রয়েছে প্রচুর পরিমাণে বায়ো-ফ্লাভোনয়েড, যা ক্যানসার কোষের বিস্তার রোধে সহায়তা করে। দেহে ইস্ট্রোজেন মাত্রা নিয়ন্ত্রণে রেখে প্রতিরোধ করে ব্রেস্ট ক্যান্সার। বলছেন চিকিৎসক অঞ্জলি বক্সী৷
advertisement
2/5
যাদের হজমের সমস্যা আছে, তাদের এই ফল নিয়মিত খেলে দারুণ উপকার মিলবে। জণ্ডিস বা লিভারের সমস্যায় বাতাবি লেবুর জুরি মেলা ভার। এটিতে উপস্থিত গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস ডিহাইড্রেশন দূর করে।সুস্মিতা গোস্বামী
advertisement
3/5
শরীরের ওজন কমাতেও বাতাবি লেবু সহায়তা করে। বাতাবি লেবুর ফ্যাট বার্নিং এনজাইম শ্বেতসার ও সুগার শোষণ করে ওজন কমাতে সহায়তা করে।সুস্মিতা গোস্বামী
advertisement
4/5
এটি এমন একটি ফল যা, ব্লাড সুগার ও ইনসুলিন লেভেলকে খুব বেশি প্রভাবিত করে না। ফলে যাদের ডায়বেটিস আছে, তাঁরাও এই ফল রাখতে পারেন খাবারে পাতে নিয়মিত।সুস্মিতা গোস্বামী
advertisement
5/5
প্রতিদিন বাতাবি লেবু খেলে ত্বক যেমন তরতাজা ও টানটান থাকবে সেই সঙ্গে সানট্যানের মত সমস্যা ও ত্বকের বলিরেখা দূর করতেও সাহায্য করে বাতাবি লেবু। সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Batabi Lebu Health Benefits: টক-মিষ্টি স্বাদের গোলাপি শাঁসের এই ফলেই জব্দ ব্লাড সুগার, জন্ডিস! প্রতিরোধ করে ব্রেস্ট ক্যানসারও