সর্পিল রাস্তা পেরিয়ে কাশফুলের মাঝেই 'কেঞ্জাকুরা'...! বাঙালির কানে ঢাকের 'মেলোডি'র ঠিকানা! সাদা মেঘের আড়ালে চলছে প্রস্তুতি
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bankura News: পুজোর সঙ্গে ঢাক! ঠিক যেন রোমিও জুলিয়েটের সম্পর্ক। পুজোর আগে ঢাকের আওয়াজ শুনলে বোঝা যায় পুজোর ডঙ্কা বাজছে। ঢাকের আওয়াজ বাঙালির কানে একটা মেলোডি।
advertisement
1/6

বৃষ্টির পরিমাণ কমেছে কিছুটা! আকাশে দেখা যাচ্ছে সাদা তুলোর মত মেঘ। শুরু হয়েছে ঢাকিদের প্রস্তুতি। ঢাক গুলিকে সারিয়ে নেওয়া, শক্ত করে বেঁধে নেওয়া।ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
শরতের মেঘ, কাশফুল! পুজো আসছে বাঁকুড়ায়। বাঁকুড়া শহর সংলগ্ন এলাকাগুলিতে দেখা যাচ্ছে কাশফুলের সমারহ। তৈরি হয়েছে পুজো পুজো আবহাওয়া।ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
বাঁকুড়া শহরের অদূরে অবস্থিত কেঞ্জাকুরা গ্রাম। সুন্দর সর্পিল রাস্তা পেরিয়ে যেতে যেতে রাস্তার পাশে দেখা যাবে শুধু সুদূর প্রান্তর এবং কাশফুল। এই গ্রামেই রয়েছে ঢাকিদের একটি পাড়া।ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
গ্রামে রয়েছে ১০ থেকে ১৫ টি ঢাকিদের পরিবার। বছরের এই সময়টাই তারা উপার্জন করার জন্য মুখিয়ে থাকেন। কারণ এই সময় লেগে থাকে একের পর এক পুজো। মেগা অফার পাওয়া যায় দুর্গাপুজোয়। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
ঢাকি সাধন কর্মকার বলেন, "বছরের এই সময়টাতে পুজোয় চারটে দিন হাজার দশের টাকা উপার্জন করতে পারি। প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকেই। ঢাক গুলোকে সারানো চলছে।" ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
পুজোর সঙ্গে ঢাক! ঠিক যেন রোমিও জুলিয়েটের সম্পর্ক। পুজোর আগে ঢাকের আওয়াজ শুনলে বোঝা যায় পুজোর ডঙ্কা বাজছে। ঢাকের আওয়াজ বাঙালির কানে একটা মেলোডি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সর্পিল রাস্তা পেরিয়ে কাশফুলের মাঝেই 'কেঞ্জাকুরা'...! বাঙালির কানে ঢাকের 'মেলোডি'র ঠিকানা! সাদা মেঘের আড়ালে চলছে প্রস্তুতি