Life Style Tips: অকাজের কলার খোসা কত কাজে লাগে জানেন! আপনার কল্পনার বাইরে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
How To Use Banana Peels: কলা কম-বেশি আমরা সকলেই খেয়ে থাকি। কলার পুষ্টিগুণের কথাও আমাদের জানা। কিন্তু কলা খেলেও কলার খোসা আমরা বেশিরভাগই ফেলে দিয়ে থাকি। কিন্তু জানেন কি? কলা যেমন উপকারী, এর খোসার উপকারিতাও কিন্তু কম নয়। বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে কলার খোসা।
advertisement
1/10

কলা কম-বেশি আমরা সকলেই খেয়ে থাকি। কলার পুষ্টিগুণের কথাও আমাদের জানা। কিন্তু কলা খেলেও কলার খোসা আমরা বেশিরভাগই ফেলে দিয়ে থাকি। কিন্তু জানেন কি? কলা যেমন উপকারী, এর খোসার উপকারিতাও কিন্তু কম নয়। বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে কলার খোসা।
advertisement
2/10
প্রাথমিক চিকিৎসায়: কলার খোসায় অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। যার কারণে কলার খোসাকে প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। যদি কোনো পোকা-মাকড় হঠাৎ কামড় দেয় বা চুলকানি থেকে রক্ষা পাওয়ার জন্য কলার খোসা কাজে লাগাতে পারেন। দ্রুত ব্যথা ও চুলকানি সেরে যাবে। মাথা ব্যথার ওষুধ বা কেটে গেলেও লাগাত পারেন।
advertisement
3/10
ঝকঝকে সাদা দাঁতের জন্য: প্রাকৃতিক উপায়ে সাদা ঝকঝকে দাঁতের জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন। অনেকেই দাঁত থেকে হলদে ভাবটা কিছুতেই ওঠাতে পারেন না। কলার খোসার ভেতরের দিকটা দিয়ে কিছুক্ষণ দাঁত মাজুন। দাঁতে ব্যথা কমাতেও কলার খোসা ভাল কাজ করে ।
advertisement
4/10
ত্বকের যত্নের জন্য: মুখ যদি শুষ্ক আর খসখসে হয় তাহলে কলার খোসার ভিতরের অংশ মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গিয়েছে। এছাড়া মুখের ব্রণ দূর করতে কলার খোসা উপকারী। এর মাধ্যমে একবার সেরে গেলে ব্রণ আর ফিরে আসে না। মুখে ভালো করে ঘষে সারারাত রেখে দিলে ব্রণের সমস্যাস দূর হয়ে থাকে।
advertisement
5/10
চুলের সমস্যা মেটাতে: কলার খোসা শুধু ত্বকের যত্নের জন্য নয়, তা আপনার চুলে আর্দ্রতা এবং চকচকে ভাবও যোগ করতে পারে। চুলে সরাসরি ঘষে হোক বা হেয়ার মাস্কে ব্লেন্ড করা হোক না কেন, কলার খোসা চুলের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উন্নতি ঘটায়।
advertisement
6/10
খাওয়ার কাজে: ময়লা হিসেবে কলার খোসা ফেলে দেওয়ার চেয়ে তা রান্না করে খাওয়া যেতে পারে। এতে অবসাদ দূর হয়৷ কলার খোসায় মুড-নিয়ন্ত্রণ রাসায়নিক সেরোটোনিন থাকে প্রচুর পরিমাণে৷সেই সেরোটোনিন শরীরের অবসাদ দূর করে। খাওয়ার আগে কীটনাশক অপসারণের জন্য খোসা ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি।
advertisement
7/10
জল পরিশুদ্ধ করার কাজে: গবেষকরা দেখেছেন যে কলার খোসা জল বিশুদ্ধকরণে ভূমিকা রাখতে পারে। কলার খোসা কার্যকরভাবে নদীর জল থেকে সীসা এবং তামা অপসারণ করতে পারে। যা পরিশোধনের জন্য একটি কম খরচে সরঞ্জাম সরবরাহ করে।
advertisement
8/10
পরিষ্কারের কাজে: কলার খোসা দিয়ে চামড়ার জুতা, কাপড়, রুপার গয়না পরিষ্কার করতে পারেন। তাতে অলংকার টেকসই হয় ও মসৃণতা বাড়ে।
advertisement
9/10
সার হিসেবে ব্যবহার করুন: কলার খোসা ফেলে দেওয়ার পরিবর্তে, সেগুলিকে কম্পোস্ট বা বাগানে সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। কলার খোসা সময়ের সঙ্গে পচে যায় মাটির সঙ্গে মিশে যায় ও পুষ্টি দিয়ে মাটিতে সমৃদ্ধ করে।
advertisement
10/10
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা কোনও ওষুধের বিকল্প নয় তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷