Banana Shoe Polish: জুতো পুরনো হয়েছে? কলার খোসা নিয়ে ঘষে দেখুন, যা ঘটবে বিশ্বাস হবে না! জুতোয় প্রাণ আনবে এই ফল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Banana Shoe Polish: কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর সেই পটাশিয়ামই আপনার ধুঁকতে থাকা জুতোয় প্রাণ আনবে। আপনা কি জানতেন, জুতো পলিশের পণ্যের মধ্যে পটাশিয়াম অন্যতম উপাদান।
advertisement
1/7

জুতোর বয়স হয়েছে? যত চেষ্টাই করেন না কেন, প্রিয় জুতো আর আগের মতো চকচক করছে না? ফেলে না দিয়ে নতুন কায়দায় জুতো পরিষ্কার করে দেখুন, কাজ দিতে পারে।
advertisement
2/7
তার জন্য বিশেষ কোনও উপাদান লাগবে না। কেবল একটি কলার প্রয়োজন। তাও আবার কেবল খোসাটি। কলের খোসা দিয়েই পুরনো হয়ে যাওয়া জুতো ফের চকচক করে উঠতে পারে।
advertisement
3/7
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর সেই পটাশিয়ামই আপনার ধুঁকতে থাকা জুতোয় প্রাণ আনবে। আপনা কি জানতেন, জুতো পলিশের পণ্যের মধ্যে পটাশিয়াম অন্যতম উপাদান।
advertisement
4/7
জুতোর ধুলো, ঘষে যাওয়া উপরিতল এক নিমেষে উধাও করে দিতে পারে কলার খোসা। কিন্তু কীভাবে পরিষ্কার করবেন জানুন। রইল পদ্ধতি-
advertisement
5/7
একটি কলা নিয়ে আগে ফলটি খেয়ে নিন। তারপর খোসার ভিতরের অংশ, অর্থাৎ সাদা দিকটা দিয়ে চামড়ার জুতোর উপরিতলে ঘষে নিন ভাল করে।
advertisement
6/7
তারপর পরিষ্কার এবং নরম কাপড় দিয়ে পুরো জুতোটাকে ভাল করে মুছে নিন। কলার খোসার অংশবিশেষগুলি ভাল করে ঘষে তুলে নিন। দেখবেন জুতো আবার নতুনের মতো চকচক করবে।
advertisement
7/7
কেবল জুতো নয়, বেল্ট বা ব্যাগের ক্ষেত্রেও ভাল কাজ করে। কিন্তু মনে রাখতে হবে, চামড়ার জিনিস পরিষ্কারেই কাজ দেয় এই কলার খোসা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Banana Shoe Polish: জুতো পুরনো হয়েছে? কলার খোসা নিয়ে ঘষে দেখুন, যা ঘটবে বিশ্বাস হবে না! জুতোয় প্রাণ আনবে এই ফল