TRENDING:

Bael Fruit in Blood Sugar: বেলের শরবত কি ব্লাড সুগারে খাওয়া ক্ষতিকর? বেল খেলে ডায়াবেটিস বেড়ে যাবে? জানুন বিশদে

Last Updated:
Bael Fruit in Blood Sugar: পুজো পার্বণে উপবাসের দিন তো বটেই। গরমকালে আরাম পেতে বেলপানার জুড়ি নেই। ওষধি ও ভেষজ গুণের জন্য বেলের উপকারিতার শেষ নেই। নানা খাদ্যগুণের জন্য বেল ডায়েটে রাখা যায়।
advertisement
1/10
ব্লাড সুগারে বেলের শরবত খাওয়া ক্ষতিকর? বেল খেলে ডায়াবেটিস বাড়বে? জানুন বিশদে
পুজো পার্বণে উপবাসের দিন তো বটেই। গরমকালে আরাম পেতে বেলপানার জুড়ি নেই।
advertisement
2/10
ওষধি ও ভেষজ গুণের জন্য বেলের উপকারিতার শেষ নেই। নানা খাদ্যগুণের জন্য বেল ডায়েটে রাখা যায়।
advertisement
3/10
শরবত, মোরব্বা-সহ নানা স্বাদে খাওয়া যায় এই উপকারী শ্রীফলকে। গরমে বেলপানা খেলে ভাল থাকে শরীর ও মন দুই-ই। বলছেন পুষ্টিবিদ নিকিতা কোহলি।
advertisement
4/10
বেলে ভিটামিন এ আছে৷ ফলে চোখের নানা সমস্যায় কার্যকর হয় এই ফল৷ উপশম হয় চোখের বিভিন্ন রোগের৷ বেলের প্রধান গুণ হল এটা পেট ঠান্ডা রাখে৷ গরমের সময় বেলের শরবত বা বেলের পানা খেলে শরীরে ক্লান্তিভাব দূর হয়৷
advertisement
5/10
কাঁচা বেলের গুণে উপশম হয় পুরনো আমাশয় এবং ডায়রিয়া অসুখে। কোষ্ঠকাঠিন্য-সহ অন্যান্য পেটের অসুখ রোধ করে বেলের পুষ্টিগুণ।
advertisement
6/10
পাইলস বা অর্শের সমস্যা থাকলেও নিয়মিত বেল খান। পাবেন উপকার ও উপশম।
advertisement
7/10
জন্ডিস, আলসার, আর্থ্রাইটিস বা গেঁটে বাতের সমস্যাতেও কার্যকর বেলের রস। রক্ত পরিষ্কার রাখে। ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
advertisement
8/10
ব্লাড সুগারেও বেল খেতে পারবেন। তবে তাঁদের বেলপানায় চিনির বিকল্প কিছু ব্যবহার করতে হবে। নয়তো চিনি ছাড়া খেতে পারলে খুবই ভাল।
advertisement
9/10
বেলের গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় না। টাইপ টু ডায়াবেটিসে বেল নিয়মিত খান। এই ফলের ফাইবার ও খনিজ বেশ উপকারী।
advertisement
10/10
ডায়াবেটিসে বেল উপশমকারী। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা বশে রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bael Fruit in Blood Sugar: বেলের শরবত কি ব্লাড সুগারে খাওয়া ক্ষতিকর? বেল খেলে ডায়াবেটিস বেড়ে যাবে? জানুন বিশদে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল