Bald Men Attract Women: নারীর চোখে টাক মাথার পুরুষরাই বেশি আকর্ষণীয়? চমকে দেওয়া তথ্য গবেষণায়
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bald Men Attract Women: নারীদের কাছে টাক মাথার পুরুষরাই বেশি প্রিয়! গবেষণায় ফাঁস হল টাক মাথার পুরুষদের কেন বেশি আকর্ষণীয় লাগে মেয়েদের!
advertisement
1/9

চুল পরে গিয়ে ক্রমশ চওড়া হচ্ছে কপাল? রাস্তায় বের হলে ‘টাক; নিয়ে লজ্জা? পুরুষ হোক বা নারী টাক না-পসন্দ প্রায় সকলেরই। কিন্তু সেই টাকই যদি আপনার ব্যক্তিত্বের, আকর্ষণের আসল ম্যাজিক হয়? তবে নিশ্চই টাক বিষয়টা আর ঠিক ততটা খারাপ লাগবে না।
advertisement
2/9
সাম্প্রতিক এক গবেষণার ফলাফল এমন যা চমকে দেবে টাক-পরে যাওয়া যে কোনও ব্যক্তিকে। অন্তত এই সমীক্ষার তথ্য জানলে টাক মাথার লোকেরাও এবার কিছুটা স্বস্তি পেতে পারেন। কারণ সাম্প্রতিক এই গবেষণা জানাচ্ছে, টাক মাথার ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয়, সফল ও সুপুরুষ হন।
advertisement
3/9
এক গবেষণার উল্লেখ করে টাইমস অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে টাক মাথার লোকেদের জনপ্রিয় হওয়ার বেশকিছু কারণ উঠে এসেছে। চলুন কারণগুলো জেনে নেওয়া যাক :
advertisement
4/9
জেসন স্ট্যাথাম, ব্রুস উইলিস বা জেফ বেজোসের মতো খ্যাতিমান ব্যক্তিদের মিল কোথায়, বলুন তো? এঁরা সবাই নিজ নিজ স্থানে সফল। স্ট্যাথাম ও উইলিস দুজনেই হলিউড সুপারস্টার, অন্যদিকে আমাজনের প্রতিষ্ঠাতা বেজোস বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। তিনজনের মধ্যে আরও একটি ব্যাপারে মিল রয়েছে। তিনজনই টাক মাথার ব্যক্তি। চুলের স্বল্পতা কোনওভাবেই আকর্ষণহীনতা বা পৌরুষের সংকটের প্রতীক নয় এই তিন ব্যক্তিত্বকে দেখলে তা বেশ স্পষ্টই বোঝা যায় এ বিষয়ে সন্দেহ নেই।
advertisement
5/9
ইউনিভার্সিটি অব পেনিসিলভানিয়া পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, টাক মাথার ব্যক্তিরা অন্যদের তুলনায় বেশি প্রভাবশালী ও সফল হন। বিজ্ঞানী আলবার্ট ই ম্যানস নিজেও টেকো। তিনি জনসাধারণকে টাক মাথার মানুষের একগুচ্ছ ছবি দেখানোর পর তাঁদের প্রতিক্রিয়া রেকর্ড করেন।
advertisement
6/9
সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে একজন মানুষের দুরকম ছবি দেখানো হয়। একটি ছবিতে মাথাভর্তি চুল ও অন্যটিতে টেকো মাথা দেখানো হয়। অংশগ্রহণকারীদের সবাই টেকো মাথার ছবিটির ব্যক্তিকে ‘বেশি আকর্ষণীয় ও ব্যাক্তিত্বময়, শক্তিশালী আবেদনের’ দেখাচ্ছে বলে উল্লেখ করেন।
advertisement
7/9
টেকো মাথার ব্যক্তিরা বেশি বুদ্ধিমান : ইউনিভার্সিটি অব সারল্যান্ডের মনোবিজ্ঞানী রোনাল্ড হেনস বিশ্বব্যাপী বিশ হাজারেরও বেশি বিষয়ে গবেষণা করেন। তাঁর গবেষণার ফল বলছে, টাক পড়া ব্যক্তিরা বেশি বুদ্ধিমান ও জ্ঞানী হন।
advertisement
8/9
হালকা টাক কিন্তু ততটা আকর্ষণীয় নয় : ইউনিভার্সিটি অব সারল্যান্ড পরিচালিত অন্য একটি গবেষণার ফল বলছে, টাক মাথার পুরুষরা বেশি আকর্ষণীয় হলেও হালকা টাক পড়া মাথার লোকেরা পুরো টাক মাথার ব্যক্তিদের তুলনায় বেশি আকর্ষণীয় বলেই জানিয়েছে সমীক্ষাতে অংহ্শগ্রহণকারীরা।
advertisement
9/9
টাক থাকলে হীনমন্যতায় ভোগে পুরুষ : সরকারি চাকরিজীবী আশুমান দাস বলেন, ‘আমি ২৩ বছর বয়সে চুল হারাতে শুরু করি। প্রথমদিকে আমি ভীষণ উদ্বিগ্ন ছিলাম। বিভিন্ন জায়গা থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় চুল ফিরে পেতে চিকিৎসার সাহায্য নেওয়া শুরু করি। কিন্তু একসময় আমি বুঝতে পারি, আমার চুল আর গজাবে না। তখন আমি ধীরে ধীরে টেকো মাথার সঙ্গে মানিয়ে নিতে থাকি। এটি তখনকার ঘটনা যখন জ্যাসন স্ট্যাথাম বা ভিন ডাইসেল ধীরে ধীরে তুমুল জনপ্রিয়তা পাচ্ছেন। এটি আমাকে স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসী করে তোলে।'
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bald Men Attract Women: নারীর চোখে টাক মাথার পুরুষরাই বেশি আকর্ষণীয়? চমকে দেওয়া তথ্য গবেষণায়