TRENDING:

Bajrang Baan: মঙ্গলবার হলেই হনুমানজীর মন্ত্র ‘বজরং বাণ’ পাঠ করেন? অজান্তেই রুষ্ট করছেন না তো সঙ্কটমোচনকে? জানুন

Last Updated:
Bajrang Baan: নিয়মিত হনুমান চালিশা পাঠ করলেও নিয়মিত বজরং বাণ পাঠ করতে নেই। এতে ফল বিপরীত হতে পারে।
advertisement
1/6
মঙ্গলবার হলেই ‘বজরং বাণ’ পাঠ করেন? অজান্তেই রুষ্ট করছেন না তো সঙ্কটমোচনকে? জানুন
সংকটমোচন হনুমানের প্রতি ভক্তদের অটুট বিশ্বাস। তার নাম এবং দর্শন মাত্রই নাকি জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে যায়। বহু মানুষ নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন। সঙ্গে পাঠ করেন বজরং বাণ।
advertisement
2/6
কিন্তু দুর্গাপুরের একটি হনুমান মন্দিরের পুরোহিত কালিকানন্দ পন্ডিত বলছেন, নিয়মিত হনুমান চালিশা পাঠ করলেও নিয়মিত বজরং বাণ পাঠ করতে নেই। রুদ্র অবতারের পুজোয় তা করলে ফল বিপরীত হতে পারে।
advertisement
3/6
তিনি বলছেন, বজরং বাণ পাঠ করার সময় সেখানে পবন পুত্র হনুমানকে তার আরাধ্য রামের শপথ দেওয়া হয়। কিন্তু সবসময় রাম ভক্তকে রামের শপথ দেওয়া উচিত নয়। এতে হনুমানজি ক্রুদ্ধ হতে পারেন।
advertisement
4/6
কালিকানন্দ বাবু বলছেন, জীবনের খুব কঠিন সময় এলে তবেই বজরং বাণ পাঠ করা উচিত। যখন উপাসক সমস্যা থেকে মুক্তির কোনও উপায় খুঁজে পান না, তখন বজরং বাণের শরণাপন্ন হওয়া উচিত।
advertisement
5/6
হনুমান মন্দিরের এই পুরোহিত পরামর্শ দিয়েছেন, ছোটখাটো কোন সমস্যা বা মনোবাঞ্ছা পূরণের জন্য হনুমনাজির আরও একটি শক্তিশালী চোপাই রয়েছে। সেটি পাঠ করা উচিত।
advertisement
6/6
সংকটমোচন হনুমানের সেই চোপাইটি হল -কবন সো কাজ, কঠিন জাগ মাহি।জো নেহি হোই, তাত তুম পাহি।। এখানে হনুমানজিকে উদ্দেশ্য করে বলা হয়, পৃথিবীতে এমন কি কঠিন কাজ আছে যা প্রভু তোমার ধারা সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই এই অধম ভক্তের ওপর তুমি কৃপা করো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bajrang Baan: মঙ্গলবার হলেই হনুমানজীর মন্ত্র ‘বজরং বাণ’ পাঠ করেন? অজান্তেই রুষ্ট করছেন না তো সঙ্কটমোচনকে? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল