Bad Mouth Smell Solution: মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পান ঝট করে! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bad Mouth Smell Solution: দীর্ঘ দিনের মুখের দুর্গন্ধও দূর হবে সহজেই ! জেনে নিন বেশ কয়েকটি উপায়
advertisement
1/6

অনেকে মুখের দুর্গন্ধের সমস্যায় ভোগেন। মুখে দুর্গন্ধ নিজের জন্য যেমন লজ্জার, তেমনি আশপাশের মানুষের কাছেও বিরক্তিকর।
advertisement
2/6
এজন্য মুখের দুর্গন্ধের সমস্যার দূর করতে বেশ কিছু উপায় মেনে চললে মুক্তি মেলে। মুখের থেকে আসা দুর্গন্ধের সমস্যায় ভুগে থাকলে কয়েকটি ঘরোয়া উপায়ে মিলবে ফল।
advertisement
3/6
মাঝে মাঝে কিছু খাবার খান। দীর্ঘসময় ধরে না খেয়ে থাকলেও মুখ থেকে গন্ধ বের হয়। এ ছাড়া নিয়ম মতো মুখ ও দাঁতের পরিচর্যা না করাও একটা বড় কারণ।
advertisement
4/6
চিকিৎসক সাহেব আলি জানান, অত্যধিক ধূমপান বা তামাকজাত দ্রব্যের নেশা থাকলে তা থেকেও মুখে দুর্গন্ধ হয়। সেক্ষেত্রে ধূমপান যত দ্রুত ত্যাগ করতে পারেন ততই ভাল।
advertisement
5/6
মুখের দুর্গন্ধ দূর করতে জল পান করুন। জল মুখের মধ্যে থাকা খাবারের কণা এবং অতিরিক্ত ব্যাকটেরিয়া ধুয়ে ফেলতে সাহায্য করে। এ ছাড়া মুখ শুকনো হয়ে গেলেও মুখে দুর্গন্ধ হয়। তাই বারবার জল পান করুন।
advertisement
6/6
মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে মুখে লবঙ্গ দিয়ে রাখতে পারেন। এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা কমায় ও মুখে দুর্গন্ধ থাকে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bad Mouth Smell Solution: মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পান ঝট করে! জানুন চিকিৎসকের মত