Easy Remedy for Pain Relief Tips: একটানা বসে কাজ করে কোমর ব্যথা, এই ৩টি নিময়ে নিমেষে দূর হবে সব যন্ত্রণা, শরীর হবে ঝরঝরে, ছুটে বেরাবেন আপনি!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Healthy Lifestyle: তবে একটানা একই জায়গায় বসে কাজ করার এই অভ্যাস আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। হতে পারে একাধিক সমস্যা।
advertisement
1/6

বর্তমানে বেশিরভাগ অফিসেই কম্পিউটার, ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়। অনেকে আবার অফিসের কাজ বাসায় টানা বসে করেন।
advertisement
2/6
তবে একটানা একই জায়গায় বসে কাজ করার এই অভ্যাস আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। হতে পারে একাধিক সমস্যা।
advertisement
3/6
শরীরচর্চা কিংবা হাঁটাচলা না করে ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় বসে কাজ করা হৃৎপিণ্ড এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও খুব বিপজ্জনক হতে পারে।
advertisement
4/6
চিকিৎসক শ্যামক কুমার বিশ্বাস জানান, একটানা বেশিক্ষণ বসে থাকার ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, উচ্চ কোলেস্টেরল বৃদ্ধি সহ একাধিক রোগের সৃষ্টি হতে পারে।
advertisement
5/6
একটানা মোবাইল ফোন চালানো, টিভি দেখার সময় সীমিত করুন। ব্যায়াম করতে না পারলে প্রতিদিন অন্তত ৪৫-৬০ মিনিট হাঁটুন।
advertisement
6/6
মাঝে মাঝে হাঁটাচলা করলে একটানা বসে কাজ করলে শরীরে যে খারাপ প্রভাব পড়ে তা অনেকটা মোকাবিলা করতে পারবেন। এছাড়াও সুস্থ থাকতে প্রতিদিনের রুটিনে স্বাস্থ্যকর খাবার, যোগব্যায়াম যোগ করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Easy Remedy for Pain Relief Tips: একটানা বসে কাজ করে কোমর ব্যথা, এই ৩টি নিময়ে নিমেষে দূর হবে সব যন্ত্রণা, শরীর হবে ঝরঝরে, ছুটে বেরাবেন আপনি!