Baby Food: শিশুকে 'ফর্মুলা ফুড' খাওয়াচ্ছেন? এই নিয়ম না মানলে কিন্তু বড় বিপদ
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পাউডার দুধ বা ফর্মুলা ফুড খাওয়ানোর সময় এই বিষয়গুলি মাথায় রাখতেই হবে
advertisement
1/5

প্রয়োজনে শিশুকে পাউডার দুধ খাওয়াচ্ছেন? জানেন কি, পাউডার দুধ খাওয়ানোর সঠিক নিয়ম না মানলেই হতে পারে সমস্যা?
advertisement
2/5
শিশুকে সুস্থ রাখতে ডাক্তারি মতে ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ একমাত্র খাবার। সমস্ত পুষ্টিগুণ রয়েছে মাতৃদুগ্ধে।
advertisement
3/5
আগেকার দিনে মা-দিদারা শিশুদের জন্য ঘরোয়া উপায়ে নানা খাবার তৈরি করতেন। বর্তমান প্রজন্ম শিশুদের জন্য 'ফর্মুলা ফুড'বা প্যাকেটজাত উন্নতমানের খাবারের উপরই বেশি নির্ভরশীল।
advertisement
4/5
নির্দিষ্ট কয়েক মাস বয়সের পর মাতৃ দুধ ছাড়াও শিশুর অন্য খাদ্য প্রয়োজন। সেই প্রয়োজন মেটাতেই প্যাকেটজাত দুধ বা পাউডার জাতীয় খাবার দেওয়া হয় শিশুদের। তবে প্যাকেট দুধ বা পাউডার খাবার সঠিক নিয়মে না খেলে সমস্যা হতে পারে।
advertisement
5/5
ডাঃ মনোসীজ জানা জানান, শিশুদের দুধ গোলার সময় গুরুত্ব দিতে হবে। অধিকাংশ মা তাড়াহুড়ো করে পাউডার দুধ গুলতে ভুল করে ফেলেন। সঠিক মাপের পাউডারেরসঙ্গে সঠিক মাপের জল মেশাতে হবে। নয়তো শিশুর হজম ও মলত্যাগে সমস্যা দেখা দিতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Baby Food: শিশুকে 'ফর্মুলা ফুড' খাওয়াচ্ছেন? এই নিয়ম না মানলে কিন্তু বড় বিপদ