Ayurvedic Oil For Hair Growth: চুল পাতলা? টাক উঁকি মারছে? সস্তার এই ৩ উপাদান দিয়ে বানান তেল, টাকে চুল গিজগিজ করবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
একাধিক পরীক্ষায় দেখা গিয়েছে, খুব সাধারণ উপাদান দিয়ে তৈরি এই আয়ুর্বেদ তেল মাখলে ৭-১০ দিনের মধ্যেই দেখবেন টাকে ছোট ছোট চুল গজাতে শুরু করেছে
advertisement
1/7

মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে? উঁকি মারছে টাক? সবার মাঝে হীনমন্যতায় ভুগছেন? হাজার শ্যাম্পু-সিরাম-লোশন মায় ওষুধেও কাজ হচ্ছে না? চিন্তা করবেন না! মাত্র ৩ সহজ-সাধারণ-সস্তা উপাদান দিয়ে তৈরি আয়ুর্বেদ তেলেই টাকে গজাবে চুল
advertisement
2/7
একাধিক পরীক্ষায় দেখা গিয়েছে, খুব সাধারণ উপাদান দিয়ে তৈরি এই আয়ুর্বেদ তেল মাখলে ৭-১০ দিনের মধ্যেই দেখবেন টাকে ছোট ছোট চুল গজাতে শুরু করেছে।
advertisement
3/7
আয়ুর্বেদিক এই তেল বানাতে লাগবে আমলকির তেল, ক্যাস্টর অয়েল ও ব্রাহ্মি তেল। এই তিনটি তেল-ই চুল পড়া আটকায়, চুলের স্বাস্থ্য উন্নত করে, চুলে জেল্লা আনে। এই তিনটি তেল একসঙ্গে মিশিয়ে মাখলে ৭-১০ দিনের মধ্যে ফল পাবেন।
advertisement
4/7
কীভাবে এই বিশেষ তেল বানাবেন? ২ টেবিল চামচ ব্রাহ্মি তেল, ২ টেবিল চামচ আমলকি তেল ও ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এবার ১৫-২০ সেকেন্ড তেলটা গরম করে মাথার ত্বকে ৫-১০ মিনিট ধরে ম্যাসেজ করুন। খুব ভালো হয়, যদি সারারাত তেল মাথায় থাকে। সকালে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
5/7
ব্রাহ্মি চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে। ব্রাহ্মিতে থাকে স্যাপোনিন ও ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলের ফলিকলকে ক্ষতির হাত থেকে বাঁচায়। পাশাপাশি, ব্রাহ্মি মাথার ত্বকে পুষ্টি জোগায়, আদ্র রাখে, শুষ্ক হতে দেয় না। কাজেই চুল পড়া বন্ধ হয়। নিয়মিত ব্যবহারে টাকে চুল গজাবে।
advertisement
6/7
আমলকির তেল চুল মজবুত করে, চুলের গোড়া শক্ত করে। আমলকির তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট ও অত্যাবশ্যক কিছু ফ্যাটি অ্যাসিড যা চুলের স্বাস্থ্য উন্নত করে। এই তেলে থাকা ভিটামিন সি কোলাজেন তৈরি বাড়িয়ে দেয়, ফলে চুলের ফলিকল মজবুত হয়। পাশাপাশি আমলকির তেল প্রদাহ রোধ করে, মাথার ত্বককে যে-কোনওরকম সংক্রমণ থেকে বাঁচায়।
advertisement
7/7
ক্যাস্টর অয়েল মাথার ত্বক ও হেয়ার ফলিকলের গভীরে ঢুকে যেতে পারে এবং ভিতর থেকে চুলের স্বাস্থ্য ভাল রাখে। পাশাপাশি, ক্যাস্টর অয়েল মাথার ত্বক আদ্র রাখে, ফলে চুল পড়া আটকায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ayurvedic Oil For Hair Growth: চুল পাতলা? টাক উঁকি মারছে? সস্তার এই ৩ উপাদান দিয়ে বানান তেল, টাকে চুল গিজগিজ করবে