TRENDING:

Autumn Season: শরৎ মানে শুধুই কাশফুল নয়, এই ৩টি ফুলও জানান দেয় 'শরৎ এসে গেছে', বলুন তো কী কী

Last Updated:
Autumn Season: কাশফুল শরৎকালের অন্যতম আইডেন্টিটি। পুজোর আগে কাশফুলের সঙ্গে ছবি তোলা বর্তমান প্রজন্মের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু শুধু কাশফুল নয়, রয়েছে আরও তিনটি ফুল। যেগুলি জানান দেয় শরৎ আগমনের।
advertisement
1/5
শরৎ মানে শুধুই কাশফুল নয়, এই ৩টি ফুলও জানান দেয় 'শরৎ এসে গেছে', বলুন তো কী কী
শরতের নাম শুনলেই বাঙালির মনে প্রকট হয় পুজোর গন্ধ। চোখের সামনে ভেসে ওঠে আকাশে ভেসে বেড়ানো পেঁজা তুলোর মতো মেঘ। আর হাওয়ায় কাশফুলের মাথা দোলানো।
advertisement
2/5
কাশফুল শরৎকালের অন্যতম আইডেন্টিটি। পুজোর আগে কাশফুলের সঙ্গে ছবি তোলা বর্তমান প্রজন্মের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু শুধু কাশফুল নয়, রয়েছে আরও তিনটি ফুল। যেগুলি জানান দেয় শরৎ আগমনের।
advertisement
3/5
নার্সারি ব্যবসায়ী বিধান ঘোষ বলছেন, শরৎকাল আর পুজো আসার আগাম জানান দেয় শিউলি ফুলের গন্ধ। হালকা শিশির ভেজা সকালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা শিউলি ফুল শরতের আরও একটি পরিচয়।
advertisement
4/5
তিনি বলছেন, এই সময় আরও একটি মন মাতানো সুন্দর গন্ধ জানান দেয় শরৎ এসে গেছে। ছাতিম ফুল। ছাতিম ফুলের মিষ্টি উগ্র গন্ধ বারবার বলে ওঠে উৎসব আসছে।
advertisement
5/5
বিধানবাবুর কথায়, এই সময় আরও একটি ফুল আগমনীর আগমনের জানান দেয়। বাগান ভরে ওঠে নানা রঙের দোপাটি ফুলে। লাল, সাদা, বেগুনি মিশ্র রঙের এই ফুল দেখতে যেমন সুন্দর, আবার পুজোর কাজেও লাগে। এই ফুলটিও শরতের বার্তা বয়ে আনে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Autumn Season: শরৎ মানে শুধুই কাশফুল নয়, এই ৩টি ফুলও জানান দেয় 'শরৎ এসে গেছে', বলুন তো কী কী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল